India & World UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক বৈঠকে সভাপতি মোদি, থাকবেন জিনপিং-শরিফ-পুতিনও
ওয়েটুবরাক, ৪ জুলাই : মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) শীর্ষ বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনিই বৈঠকে সভাপতিত্ব করবেন। চিন, পাকিস্তান, রাশিয়া সহ একাধিক দেশ যোগ দেবে৷ এসসিওর সদস্য দেশগুলির পাশাপাশি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ইরান, বেলারুশ এবং মঙ্গোলিয়াকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷
ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এসসিও-র ২২তম শীর্ষ সম্মেলনে যোগ দেবে চিন এবং পাকিস্তান। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সহ অন্যান্য এসসিও সদস্যরাষ্ট্রের প্রধানরাও উপস্থিত থাকবেন মোদির এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে।