SportsBreaking News
আন্তঃক্লাব ভলিবল শুরু ৫ জানুয়ারি
২ জানুয়ারি: গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে আজ, শনিবার। আর আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতা শুরু হবে ৫ জানুয়ারি। দুদিন ব্যাপী প্রতিযোগিতা হবে ইটখোলা দুর্গা মণ্ডপ মাঠে।
দুদিনের আসরে এখনও পর্যন্ত এগারোটি দল অংশ নিয়েছে। আশা করা হচ্ছে, অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে। চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ হাজার টাকা। রানার্স পাবে তিন হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে দেওয়া হবে এক হাজার টাকা। আসরে অংশ নিতে পারবে সংস্থার সদস্যভুক্ত ক্লাবগুলি। এই প্রতিযোগিতা স্পনসর করছেন রোটারিয়ান রঞ্জিত দেব। আজ এক সাংবাদিক বৈঠক করে এসব তথ্য পেশ করেন শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড় ও সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং। স্পনসরার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিবব্রত দত্ত। তিনি বলেন, কেবল এই প্রতিযোগিতাই নয়, মাইনর গেমসের উন্নয়নে অদূর ভবিষ্যতে রঞ্জিত দেব এগিয়ে আসবেন।