NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আগে বরাকের ভাষা আন্দোলন সম্পর্কে জানতে শিলাদিত্যকে বিডিওয়াইএফের পরামর্শ
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : শিলচরে এসে ভাষাশহিদ স্টেশন নামকরণের দাবির বিরোধিতা করলেন হোজাইর প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। এর প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট। তাঁদের কথায়, শিলাদিত্য দেবের বক্তব্যে বরাকের ভাষা আন্দোলন সম্পর্কে তার অজ্ঞতা প্রমাণিত। তাই বরাক নিয়ে তার নাক গলানো একদমই উচিত নয়।
শিলাদিত্য দেব সবকিছুতেই ইসলামিক মৌলবাদের জুজু দেখতে পান বলে অভিযোগ করে তাঁরা বলেন, বিগত দিনে শিলচর রেলস্টেশনে হোর্ডিং কাণ্ডের সময়ও তিনি ইসলামিক মৌলবাদের হাত দেখতে পেয়েছিলেন৷ অথচ বিডিএফের দাবি যে নায্য ছিল প্রশাসনের হোর্ডিং সংশোধনেই প্রমাণিত।
বিডিএফের যুব শাখার নেতৃবৃন্দ ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবি ইস্যুতে শিলাদিত্যকে স্মরণ করিয়ে দেন, এই দাবি নিয়ে তাঁর রাজনৈতিক উত্তরসুরি কবীন্দ্র পুরকায়স্থ সংসদে সরব হয়েছিলেন। বিজেপি নেত্রী শিপ্রা গুণও একই ইস্যুতে স্মারকলিপি পেশ করেছেন।
ভাষাশহিদ স্টেশন নামকরণ হলে অসমিয়া ভাষিক আবেগ আহত হবে, শিলাদিত্যের এই মন্তব্যেও তাঁরা তীব্র প্রতিক্রিয়া জানান৷ বলেন, প্রাক্তন বিধায়ক ভাষা আন্দোলনের ইতিহাস জানেন না। তিনি এও জানেন না, এই আন্দোলন ছিল সকল মাতৃভাষার অধিকার সুরক্ষার আন্দোলন। তাই ভাষাশহিদদের স্বীকৃতি দেওয়া মানে সকল মাতৃভাষার অধিকারকে সম্মান দেওয়া। তিনি অনর্থক এর সাথে বাঙালি বনাম অসমিয়া বিভাজনকে জড়িয়ে ফেলছেন।