NE UpdatesHappenings
দিলীপ কুমার বিশ্ব প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংঘের রাজ্য সভাপতি মনোনীত
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর : দিলীপ কুমার বিশ্ব প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংঘ, অসমের রাজ্য সভাপতি মনোনীত হয়েছেন৷ সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের প্রভারী ড. রণবীর সিংহ লৈশ্রম তাঁকে নিযুক্তি প্রদান করেন৷ এক চিঠির মাধ্যমে পুরো আসামে সংগঠনের শাখা কমিটি গঠনের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, প্রেরণা ভারতী হিন্দি দৈনিক পত্রিকার প্রধান দিলীপ কুমার শিলচরের অন্যতম সিনিয়র সাংবাদিক, এছাড়াও হিমাচল প্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য তথা নরকাস শিলচরের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। দিলীপ কুমার বরাক উপত্যকায় বিগত ২৬ বছর থেকে চা জনগোষ্ঠী এবং হিন্দি ভাষাভাষী সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
বিশ্ব প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংঘ গো মাতা, গীতা, গঙ্গা মাতা, প্রাকৃতি, রাষ্ট্র, মাতৃভূমি, সনাতন সংস্কৃতি, সংস্কার, সংস্কৃত, জলচর, থলচর, নভচর, হিন্দু জাগরণ, হিন্দু ঐক্য, সমাজ সেবা, মানব সেবা, বিশ্ব সেবা তথা বিশ্ব শান্তির জন্য বিগত ২১ বছর থেকে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে। ভারতকে বিশ্ব গুরুর স্থানে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক স্তরে বিগত দুই দশক থেকে সারা বিশ্বে হিন্দু জাগরণের কাজ চলছে। ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রনালয়ের নিবন্ধিত এই সংঘটন ভারত সহ ১৯৫ টি দেশে ভারতকে বিশ্ব গুরু করার লক্ষ্যে প্রস্তুতি ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে। পবিত্র কৈলাশ মানসরোবরের সংরক্ষণ, তিব্বত মুক্তি ও পবিত্র শারদা পীঠ মুক্তির অভিযান এবং মহাসঙ্কল্প সর্বভারতীয় স্তরে গ্রহণ করা হয়েছে। প্রবাসীদের মধ্যে ভারতীয় সংস্কৃতি পুনর্জীবিত করার প্রয়াস নিয়েছে এই সংঘটন। ভারতকে হিন্দু রাষ্ট্র তথা বিশ্ব গুরু হিসেবে গড়ে তুলতে প্রবাসী পরিবারের সাথে সাথে প্রতিটি জেলায় মানুষের অংশগ্রহণের প্রয়াস অব্যাহত চলছে।
দিলীপ কুমার জানিয়েছেন, ৯৬ বছর আগে ডা. কেশব বলিরাম হেডগেওয়ার ভারতকে বিশ্বগুরু করার যে সংকল্প নিয়েছিলেন, তা বিশ্ব প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংঘ সমস্ত বিশ্বে প্রসারিত করার কাজ করে চলেছে।