Barak UpdatesHappeningsBreaking News

অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের

৪ জুন : কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যে কার্ফু চলতে থাকায় রোজগার হারিয়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে বহু পরিবারের সদস্য অনাহারে অর্ধাহারে কাটাচ্ছেন। এদের সহায়তায় এগিয়ে এসেছে রামকৃষ্ণ মিশন। শুক্রবার করিমগঞ্জের উমাবতি ও দেওপুর অঞ্চলের মোট ২৫০ পরিবারের মধ্যে বেশকিছু সামগ্রী বিতরণ করা হয়।

এ দিন পরিবারগুলোর হাতে ৩ কেজি করে আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সোয়াবিন, ৫০০ গ্রাম ভোজ্য তেল, ১ কেজি মুসুর ডাল, ১০০ গ্রাম চাপাতা, ৫০০ গ্রাম চিনি, ২০০ দুধ, ১ প্যাকেট বিস্কুট, ২০০ গ্রাম সার্ফ, ১০০ জিরা, ১০০ হলুদ গুড়া, ১০০ মরিচ গুড়া, ২ প্যাকেট সাবান ও ৪টি করে মাস্ক বিতরণ করা হয়েছে। সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে স্বামী প্রভাসানান্দজি মহারাজ, স্বামী রামভদ্রানন্দজি মহারাজ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ জুন থেকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন অসহায়দের সামগ্রী বিতরণ শুরু করেছে। এর আগে রেল কলোনি ও ঘাটলাইনের মোট ২৫১ গরিব ও খেটেখাওয়া পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker