NE UpdatesHappeningsBreaking News

অসমে স্কুল হবে শান্তিনিকেতনি ধাঁচে, খুলবে ১ সেপ্টেম্বর

২ অগস্ট: ক্লাশে নয়, শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ করছে স্কুলের দাওয়ায়, খেলার মাঠে৷ কোথাও বা বই-কলম নিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে যাচ্ছে গ্রামের পথে৷ সঙ্গে ছাতা মাথায় শিক্ষক৷ যেখানে ফাঁকা জায়গা মিলল, হইহই করে বসে পড়ল সবাই৷ গাছের তলায় শিক্ষক মহাশয় পড়ানো শুরু করলেন৷ শান্তিনিকেতনি এমন দৃশ্যই আসামে দেখা যেতে পারে সেপ্টেম্বরে৷

Rananuj

কেন্দ্রের সবুজ সঙ্কেত পেলে ১ সেপ্টেম্বরই স্কুল খুলে যাবে রাজ্যে৷ স্কুল খুললেও ক্লাশরুমে সবাই ঢুকবে না৷ নবম বা এর ওপরের শ্রেণির ছাত্ররাই ক্লাশে যাবে৷ চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রথম মাসে স্কুলে যাওয়ারই দরকার পড়ছে না৷ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া হবে, কিন্তু ক্লাশরুমে নয়৷ আশ্রমিক শিক্ষা বা কবিগুরুর শান্তিনিকেতন ভাবনার মত খোলা জায়গায় বসবেন শিক্ষক-শিক্ষার্থীরা৷ স্কুলে ওই ধরনের খোলা জায়গা না থাকলে গ্রামের কোনও মাঠও বেছে নেওয়া যেতে পারে, জানিয়েছেন হিমন্ত৷

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাশে পাঠদান হবে৷ তবে এক ক্লাশের ছাত্রের যেন অন্য ক্লাশের কারও সঙ্গে দেখা না হয়, এরও পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে৷ তিন ঘণ্টা করে দুটি শিফটে স্কুল চলবে৷ সপ্তাহে দুই দিন নবম ও একাদশ শ্রেণি৷ সপ্তাহের বাকি চারদিন যাবে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা৷ দুই শিফটে দুই ক্লাশ৷ কলেজের কথায় হিমন্তের ঘোষণা, শুরুতে শুধু ফাইনাল সেমিস্টারের ক্লাশ হবে৷ তাও তাদের নিজের কলেজেই যেতে হবে, এমন ব্যাপার নেই৷ বাড়ির কাছাকাছি কোনও কলেজে নিজের বিষয় থাকলে সেখানেই তার ক্লাশের সুবিধে মিলবে৷ তবে এই সুবিধা যে শিক্ষকরা পাবেন না, মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker