NE UpdatesHappeningsBreaking News

অসমে মেখলা-চাদর, গামোছা হস্ততাঁতে তৈরি না হলেই বেআইনি

ওয়েটুবরাক, ১৯ জুলাই : গামোছা, মেখলা-চাদর, দখনা, দংকা, খামলেটো ইত্যাদি ১১টি অসমিয়া পরম্পরাগত বস্ত্র হস্ততাঁতে তৈরি হওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ এগুলি বিদ্যুৎচালিত তাঁতে উৎপাদন ও বিক্রয় করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছে৷ আসামের হস্ততাঁত এবং বস্ত্রশিল্প বিভাগের সঞ্চালক জানিয়েছেন, ১৯৮৫ সালের হস্ততাঁত উৎপাদন সামগ্রী সংরক্ষণ আইনেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ জনগণের উদ্দেশে সঞ্চালকের আবেদন, “আপনারা অনুগ্রহ করে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি গামোছা এবং অন্যান্য সামগ্রীই ব্যবহার করবেন৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker