NE UpdatesAnalyticsBreaking News
অসমিয়ায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার লেখক-সাংবাদিক মনোজ কুমার গোস্বামীকে
গুয়াহাটি, ২২ ডিসেম্বর : বিশিষ্ট গল্পকার তথা প্রবীণ সাংবাদিক মনোজ কুমার গোস্বামীকে ২০২২ সালে অসমিয়া ভাষার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রদান করা হচ্ছে। ‘ভুল সত্য’ গ্রন্থের জন্য তিনি এই সম্মান লাভ করেছেন। ১৯৬২ সালে নগাওয়ে জন্ম নেওয়া মনোজবাবু রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিকের পাশাপাশি একজন নামি লেখক। নগাঁও কলেজ থেকে পাশ করে তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কিছুদিন শিক্ষকতা করার পর নতুন দৈনিকের মাধ্যমে তিনি ১৯৮৬ সালে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে তিনি আজির বাতরি, আমার অসম, জনসাধারণ ইত্যাদি কাগজে সাংবাদিকতার পাশাপাশি সম্পাদক ও কার্যবাহী সম্পাদক রূপে দায়িত্ব পালন করেন। তিনি প্রায় ১২ বছর ধরে টেলিভিশন চ্যানেল ডি ওয়াই ৩৬৫-র মুখ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর মনোজ কুমার গোস্বামী ২০২০ সালের ১ জুন ‘আমার অসম’ কাগজে মুখ্য সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর লেখা একমাত্র উপন্যাস ‘অনাদি আরু অনন্য’।