NE UpdatesBarak UpdatesBreaking News

অসমিয়ারা খিলঞ্জিয়া নয়, দাবি কছারি সমাজের

৭ জানুয়ারি: অসমিয়ারা মোটেও অসমের খিলঞ্জিয়া বা ভূমিপুত্র নয়৷ এমনটাই দাবি করেছে অল আসাম কছারি সমাজ৷ তাদের দাবি, কছারিরাই এই রাজ্যে একমাত্র ভূমিপুত্র৷ মহাভারতের যুগের আগে থেকে তাঁরা অসমে বসবাস করছেন, রাজত্ব করছেন৷ তাই অসমিয়াদের খিলঞ্জিয়া দাবি মেনে নেওয়া যায় না৷ কছারি সমাজের পক্ষ থেকে সতর্কতার সুরে বলা হয়েছে, অসমিয়ারা যেন নিজেদের খিলঞ্জিয়া বলে দাবি না করেন৷

Rananuj

মানস রাভা, প্রদীপ সোনোয়াল, নীলসিং মুশাহারি, জহরজ্যোতি দেউরি, কেশব মাইবাংছা ও ধীরাজ পাটর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, অউপজাতিরা কোনওমতেই অসমে খিলঞ্জিয়া হতে পারে না৷ ফলে তাদের খিলঞ্জিয়া দাবি রাষ্ট্রসঙ্ঘের নীতিবিরোধী, সংবিধানবিরোধী, আইনবিরুদ্ধ৷ তাদের দাবি, প্রথম কছারি রাজা মহাভারতের যুগের দেড় হাজার বছর আগে অধিষ্ঠিত হন৷ ফলে একমাত্র তারাই ভূমিপুত্র৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker