Barak UpdatesHappeningsBreaking News
অর্থোপেডিক সার্জন ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে সম্মাননা প্রদান করল বৈশ্য উন্নয়ন পরিষদ
ওয়ে টু বরাক, ২৩ জুলাই : সমাজে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শিলচরের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে স্মারক সম্মাননা জানাল অল আসাম বৈশ্য উন্নয়ন পরিষদ শিলচর। রবিবার সংস্থার এক প্রতিনিধিদল ডাঃ নন্দী পুরকায়স্থের মেহেরপুর বেলতলার বাসভবনে গিয়ে তাঁকে সম্মানিত করে।
সংস্থার সভাপতি শৈলেন রায় জানান, পাথারকান্দির এক প্রত্যন্ত অঞ্চল থেকে এসে প্রায় পঞ্চাশ বছর সময়কাল ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থ। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর থেকে রোগীরা তাঁর কাছে এসে আরোগ্য লাভ করেছেন। গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা করেছেন ডাঃ নন্দী পুরকায়স্থ। শৈলেনবাবু বলেন, ডাঃ নন্দী পুরকায়স্থ উত্তর পূর্বাঞ্চলের অর্থোপেডিক সার্জনদের পথিকৃত। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যে ব্যক্তি চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছেন, এহেন ব্যক্তিত্ব আসাম বৈভব পুরস্কারের যোগ্য। তিনি বলেন, অল আসাম বৈশ্য উন্নয়ন পরিষদ ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে আসাম বৈভব পুরস্কার প্রদানের জন্য আসাম সরকারের কাছে জোরালো দাবি জানাবে।
উল্লেখ্য, এ দিনের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচই-র অবসরপ্রাপ্ত অ্যাডিশন্যাল চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার রায়, শিলচর গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অশোক গুপ্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মচারী পার্থ দাস, শান্ত সাহা, বরেন রায় প্রমুখ।