Barak UpdatesHappeningsBreaking News

অমানবিক! শিলচরে যুবককে লাঠিপেটা করে মেরেই ফেলল দুই যুবক!

ওয়েটুবরাক, ১৮ এপ্রিল : শিলচরে অমানবিক ঘটনা। এক যুবককে বেধড়ক লাঠিপেটা করে মেরেই ফেলল দুইজন l রবিবার রাত সাড়ে এগারোটায় এই এই মর্মান্তিক ঘটনা ঘটে প্রেমতলা এলাকায়৷ এক যুবকের ওপর এমন অত্যাচার দেখে নীরব থাকতে পারেননি এক অটোচালক এবং এক বাইক আরোহী ৷ নেমে আসেন তাঁরা৷ কিন্তু তাদের দেখেই হামলাকারীরা পালিয়ে যায়৷

Rananuj

যুবকটি প্রায় বেহুঁশ অবস্থায় পড়ে থাকে৷ পরে তাঁরা পুলিশের টহলদারি দলকে ঘটনাটি জানান৷ পুলিশ আহতকে মেডিক্যাল কলেজে নিয়ে যায় l কিন্তু সেখানকার ডাক্তাররা তাকে দেখেই মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার দেহ শিলচর মেডিকেল কলেজের মর্গে রয়েছেl এ পর্যন্ত মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই যুবকটি এলাকায় ঘোরাফেরা করছিল৷ সম্ভবত পাগল৷ তবে কারও কোনও অনিষ্ট করতে দেখা যায়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker