Barak UpdatesHappeningsBreaking News

অভিষেককে বুধবার নিয়ে যাওয়া হবে কলকাতায়, সোনুর ফোন

২৫ অগস্ট: দুর্ঘটনায় জখম ৩০ বছরের যুবক অভিষেক স্বামীকে বুধবার কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে৷ সঙ্গে যাবেন তাঁর কাকা রাজু স্বামী৷ বাবা অরূপকান্তি স্বামীরই ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল৷ বিমানের টিকিট করার জন্য কোভিড টেস্ট করালে ধরা পড়ে, অভিষেক নেগেটিভ, অরূপবাবু পজিটিভ৷ পরে কাকার রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার টিকিট কাটা হয়৷

Rananuj

এর আগেই অভিষেকের বন্ধুরা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে টুইট করেন, কোভিড টেস্টের ফলাফল জানার অপেক্ষায় পিছিয়ে যাচ্ছে তাঁর চিকিৎসা৷ মন্ত্রীর কোনও জবাব মেলেনি বটে, কিন্তু ওই টুইট নজরে পড়ে অভিনেতা সোনু সোদের৷ সাউথসিটি  হাসপাতালের টেলিফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন ম্যানেজার (এইচআর)-এর সঙ্গে৷

ম্যানেজার অনুপম নন্দী জানান, সোনুর অফিস থেকে অভিষেকের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়৷ তিনি তাঁকে বলেছেন, কোভিড টেস্টের রেজাল্ট চিকিৎসার জন্য নয়, বিমানের টিকিট কাটার জন্য জরুরি হয়ে পড়েছে৷ অভিষেক হায়দরাবাদের এক সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন৷ কোভিড পরিস্থিতির জন্য গত ৬ অগস্ট করিমগঞ্জের বাড়িতে চলে আসেন৷ বাড়ি থেকেই কাজ করছিলেন৷ ২০ অগস্ট ঘরে কাজ করতে গিয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল৷ ছাদে গিয়ে ল্যাপটপ হাতে এদিক-ওদিক নেটওয়ার্ক খুঁজছিলেন৷ হঠাৎ ছাদ থেকে নীচে পড়ে যান ( আগে মোটর সাইকেল দুর্ঘটনা বলা হয়েছিল, মোটর সাইকেল দুর্ঘটনা নয়)৷  মেরুদণ্ডে চোট পান৷ শিলচরে সাউথ সিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সুজিতকুমার নন্দীপুরকায়স্থ জানান, অস্ত্রোপচার প্রয়োজন৷ কলকাতা নিয়ে যেতে পরামর্শ দেন তিনি৷ কিন্তু টিকিটের জন্য  কোভিড টেস্ট করতে গিয়েই অরূপবাবু পজিটিভ হয়ে পড়েন৷

সোনু সুদের ফোন প্রসঙ্গে অরূপবাবু বলেন, তাঁদের কারও সঙ্গে তাঁর কথা হয়নি৷ তাদের পরিবার থেকে এও জানানো হয়, সাউথ সিটি হাসপাতালে অভিষেকের চিকিৎসা হচ্ছে না বলে গুজব রটেছে৷ আসলে অভিযোগটি ঠিক নয়৷ সাউথ সিটি কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছেন৷ প্রাথমিক চিকিতসার ব্যবস্থাটা তারাই করেছেন৷ অভিষেকের পরিবার থেকে বিশেষ করে উল্লেখ করা হয় ডা. নন্দী পুরকায়স্থের কথা৷ বলেন, ”তিনি তাঁর টিম নিয়ে এই অতিমারির সময়ে অনেক সাহায্য করেছেন৷ নিজে আইএনকে হাসপাতালের ডাক্তারের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন৷ তিনি সবসময় আমাদের পরিবারের পাশ রয়েছেন৷  সে জন্য ডা. নন্দীপুরকায়স্থ ও তাঁর টিমের কাছে আমরা কৃতজ্ঞ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker