India & World UpdatesHappeningsBreaking News
অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লিতে ধৃত ২৪

ওয়েটুবরাক, ১৩ মার্চ: অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লিতে ২৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে। তাদের মধ্যে দিল্লি দক্ষিণ জেলায় ধরা পড়ে ১৩ জন, দক্ষিণ পূর্ব জেলায় ১১ জন।
মঙ্গলবারও অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। সদর বাজার অঞ্চল থেকে ২ ও আউটার জেলা থেকে ৩ বাংলাদেশিকে ধরে আনা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
পুলিশ বলেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তারা ভুয়া নথিপত্রও তৈরি করেছিলেন।
এর আগে, গত ৮ মার্চ দিল্লি পুলিশ রাজধানীর বসন্ত কুঞ্জ এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় সেখানে বসবাসরত সন্দেহভাজনদের নথিপত্র যাচাই করা হয়।
দিল্লি পুলিশের উপ-পরিদর্শক রবি মালিক বলেন, অভিযান চলাকালীন তারা অভিবাসীদের কাছে পরিচয়পত্র চান এবং তাদের সব ধরনের নথিপত্র যাচাই করে দেখেছেন। এ সময় কারও পরিচয়পত্র সন্দেহজনক মনে হলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হয়।
গত জানুয়ারিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা পুলিশকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পরদিন থেকে দিল্লিতে বিশেষ অভিযান শুরু করে দিল্লি পুলিশ।