NE UpdatesHappeningsBreaking News

অপহৃতদের মুক্তিপণ চেয়ে নিজে ফোন করছেন পরেশ বরুয়া

১৩ জানুয়ারি: গত ২১ ডিসেম্বর থেকে নিখোঁজ কুইপো অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মী প্রণবকুমার গগৈ ও রাম কুমার৷ অরুণাচল প্রদেশের ড্রিলিং স্থল থেকে তাদের তুলে নেয় আলফা স্বাধীন জঙ্গিরা৷ কিন্তু এ পর্যন্ত বহুজাতিক কোম্পানি কুইপো বোঝাপড়ায় না আসায় এ বার ময়দানে নামলেন খোদ স্বঘোষিত মুখ্য সৈন্যাধ্যক্ষ পরেশ বরুয়া৷ প্রচার মাধ্যমকে একে একে ফোন করে জানান, শীঘ্র ২০ কোটি মুক্তিপণ না পেলে পরিণতি ভয়াবহ হবে৷ প্রণববাবু অসমিয়া হওয়ায় তিনি হয়তো প্রাণে বেঁচে যাবেন৷ কিন্তু চরম বিপদে পড়বেন বিহারের রাম কুমার৷ পরেশ বরুয়া মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন৷ অপহৃতরা এ পর্যন্ত ভালই আছেন বলে জানিয়েছেন আলফার শীর্ষনেতা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker