Barak UpdatesHappeningsBreaking News

অন্তর্বর্তীকালীন সেমিস্টারে লিখিত পরীক্ষা নয়, সিদ্ধান্ত নিল আসাম বিশ্ববিদ্যালয়

14 জুলাই ঃ কোভিড যুদ্ধের মধ্যে আর লিখিত পরীক্ষা নয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর (কলেজের ছাত্রছাত্রীদের নয়) কোর্সের ইন্টারমিডিয়েট সেমিস্টারগুলিতে ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট এবং পুরনো ফলাফলের ভিত্তিতে তাদের মূল্যায়ণ করা হবে। নেওয়া হতে পারে মৌখিক পরীক্ষাও৷ এ দিন আসাম বিশ্ববিদ্যালয়ের  ডিন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবারের বৈঠকে ডিনরা পরীক্ষা, ভর্তিপ্রক্রিয়া সহ বিভিন্ন শৈক্ষিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন৷ পরীক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য এ দিন একটি কমিটি গঠন করা হয়৷ চেয়ারম্যান রসায়ন বিভাগের ড. সিআর ভট্টাচার্য৷ সদস্যরা হলেন বাংলা বিভাগের ড. বেলা দাস, শিক্ষাতত্ত্ব বিভাগের ড. গীতিকা বাগচি, পরিসংখ্যান বিভাগের দিব্যজ্যোতি ভট্টাচার্য ও উপাচার্যের পরীক্ষা বিষয়ক উপদেষ্টা ড. সুপ্রবীর দত্তরায়৷ ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক ড. এল ব্রজেন সিংহ কমিটির সদস্য সচিব৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker