India & World UpdatesHappeningsBreaking News
অনুপস্থিতদের জন্য ফের জেইই, নিট পরীক্ষা নেওয়ার দাবি রিপুণ বরার

১৭ সেপ্টেম্বরঃ জেইই (মেন) এবং নিট পরীক্ষায় যারা উপস্থিত হতে পারেনি, তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি জানালেন সাংসদ রিপুণ বরা। তিনি বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে প্রসঙ্গটি উত্থাপন করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি বরার বক্তব্য, করোনা আতঙ্কের দরুন এই বছর অনেকে মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসতে পারেনি। তাদের একটা সুযোগ দেওয়া হোক। তিনি জানান, এই বছর মাত্র ৭৪ শতাংশ জেইই এবং ৮৫ শতাংশ আবেদনকারী নিটের পরীক্ষায় বসেছে।