Barak UpdatesHappeningsBreaking News

অনশনে বসে অ্যাম্বুলেন্স মেরামতির ব্যবস্থা করলেন করিমগঞ্জের সুজন

ওয়েটুবরাক, ৩১ মে: নতুন অ্যাম্বুলেন্স কেনা বা এই ধরনের অন্য কোনও দাবি নয়৷ নয় মাস ধরে গ্যারেজে বসা অ্যাম্বুলেন্সটিকে শুধু মেরামতির জন্য অনশনে বসতে হল করিমগঞ্জের নাগরিককে৷ দফায় দফায় বলে, স্মারকলিপি দিয়ে কাজ হয়নি৷ তবে আজ সোমবার অনশনে বসার আড়াই ঘণ্টার মধ্যে অনশনস্থলে গিয়ে সব ব্যবস্থা করেন সার্কল অফিসার ত্রিদীপ রায়৷

Rananuj

May be an image of car and outdoorsকোভিড পরিস্থিতিতেও হালকা মেরামতির জন্য করিমগঞ্জ পুরসভার অ্যাম্বুলেন্সটি ৯ মাস ধরে গ্যারেজে৷ এ দিকে অ্যাম্বুলেন্সের জন্য হাহাকার পরিস্থিতি৷ সরকারি-বেসরকারি কয়েকটি অ্যাম্বুলেন্স কাজ করলেও চাহিদার তুলনায় কম৷ সমাজকর্মী সুজন দেবরায় কিছুদিন আগে সাংসদ কৃপানাথ মালার কাছে পুরসভার অ্যাম্বুলেন্সটির কথা জানান৷ লাভ হয়নি৷ দুইদিন আগে  জেলার অভিভাবক-মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাছে স্মারকলিপি দেন৷ মন্ত্রী জেলাশাসককে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স সারাইয়ের নির্দেশ দেন৷ তারপরেও একই অবস্থা৷ শেষে এই তরুণ সমাজকর্মী আজ সকালে ওই অ্যাম্বুলেন্সের সামনে অনশনে বসে পড়েন৷ সোশ্যাল মিডিয়ায় প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে৷ আড়াই ঘণ্টার মধ্যে গ্যারেজে যান ত্রিদীপ রায়৷ কালই গাড়ি মেরামতের আশ্বাস দিয়ে তিনি সুজনবাবুর অনশন প্রত্যাহার করান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker