Barak UpdatesHappeningsCultureBreaking News
অনলাইনে ভাবীকালের আন্তর্জাতিক নাট্য কর্মশালা, আজ ক্লাশে ইতালির ব্রুসি
ওয়েটুবরাক, ১৩ জুলাই : ভাবীকাল আয়োজিত অনলাইনে আন্তর্জাতিক নাট্য কর্মশালা গত ৬ জুলাই শুরু হয়েছে৷ প্রতি মঙ্গলবার রাত ৭টায় ক্লাশ শুরু হয়৷ আজ মঙ্গলবার তাতে অংশগ্রহণ করবেন ইতালির খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব জিয়ানি ব্রুসি৷
করোনা আবহে প্রতিটি মানুষ আজ গৃহবন্দি৷ স্তব্ধ সব রকমের সাংস্কৃতিক চর্চা। কিন্তু সৃষ্টিশীলতাকে কেউ কখনও গৃহবন্দি করে রাখতে পারেনি৷ তা গত দেড় বছরে বহুবার প্রমাণ করে দিয়েছে নাট্য সংস্থা ভাবীকাল। কোভিড কালে তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে অনলাইনে নিঃশুল্ক নাট্য প্রশিক্ষণের কর্মশালা । বরাক উপত্যকার ভাবী প্রজন্মের স্বার্থে মে মাসে ভাবীকাল শুরু করেছিলো ওই অনলাইন কর্মশালা ।
এবার ওই ধারাবাহিকতার সুর ধরে তারা গত ৬ জুলাই শুরু করেছে অনলাইনে আন্তর্জাতিক নাট্য প্রশিক্ষণের নতুন যাত্রা । ক্লাস চলছে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে । প্রশিক্ষক হিসেবে রয়েছেন ভাবীকালের প্রধান কর্মকর্তা, নির্দেশক শান্তনু পাল৷ দেশ-বিদেশের একাধিক নাট্য প্রশিক্ষকও অংশ নিচ্ছেন এতে । ইতিমধ্যে স্থানীয়, দেশীয় এবং বিদেশ থেকেও নব প্রজন্মের অসংখ্য প্রশিক্ষণার্থী এই আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করছেন৷
শান্তনুবাবুর আশা, ভাবীকালের এই ধারাবাহিক উদ্যোগ বরাক উপত্যকা এবং এর বাইরেও নাট্যচর্চার প্রচার ও প্রসারের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করবে ।