NE UpdatesHappeningsBreaking News
৯৫ হাজারের টিকিট সহ ৩ দালালকে আটক করল আরপিএফ
গুয়াহাটি, ৯ জুলাই : দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে এই জোনের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে আরপিএফ ৩ জন দালালকে আটক করে এবং তাদের কাছ থেকে ৯৫ হাজার টাকা মূল্যের রেলওয়ে টিকিট উদ্ধার করে। এই সময়ের মধ্যে যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ১৭ জন ব্যক্তিকেও আটক করা হয়।
সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, যখন যেখানে প্রয়োজন হয়েছে তখন সেখানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। এই অভিযানগুলির সময় ৯৫,২১৯.৫৫ টাকা (আনুমানিক) মূল্যের ৩৪টি টিকিট উদ্ধার করা হয়। পাশাপাশি যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ১৭ জন ব্যক্তিকেও আটক করা হয়। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে আইনের অধীনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
২৭ জুন একটি ঘটনায় রঙিয়ার আরপিএফ টিম অসমের খারুপেটিয়া শহরে থাকা ‘এনএইচ এন্টারপ্রাইজ’-এ অভিযান চালায়। এই অভিযানের সময় আরপিএফ টিম প্রায় ৫৯,১৯২.১০ টাকা মূল্যের ১৮টি ই-টিকিট উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন দালালকে আটক করে। পরবর্তী পদক্ষেপের জন্য রাঙাপাড়া নর্থে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
১৬ জুন কাটিহারের আরপিএফ টিম কাটিহারের সিপিডিএস টিমের সাথে যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে ১৫৯০৯ নং ট্রেনে অভিযান চালিয়ে তিন জন ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪৫,০০০ টাকা (আনুমানিক) মূল্যের তিনটি চুরির মোবাইল ফোন উদ্ধার করে। পরে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন সহ ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট জিআরপি ইনচার্জের হাতে তুলে দেওয়া হয়।
রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল ও অবৈধ ক্রয়-বিক্রয়ের প্রতি কঠোর নজরদারি রাখার পাশাপাশি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার কাজের পাশাপাশি রেল ব্যবহারকারীদের পরিষেবা ও সাহায্য প্রদানের জন্য সবসময় প্রস্তুত। ট্রেন যাত্রার সময় যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য যাত্রীদের উপযুক্ত টিকিট নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের যাত্রীরা ট্রেন যাত্রার সময় কোনও সমস্যার সন্মুখীন হলে ১৩৯ (টোল ফ্রি) নম্বরে ডায়াল করতে পারেন।