India & World UpdatesAnalyticsBreaking News
স্বেচ্ছা রক্তদানে বেশি গুরুত্ব দিতে রেডক্রসকে বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
২২ এপ্রিল : করোনা সংকটের এই মুহূর্তে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির ওপর বেশি গুরুত্ব দিতে রেডক্রস সোসাইটিকে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ড.হর্ষবর্ধন। এক্ষেত্রে রক্তদাতাদের যাওয়া-আসা ও খাবার-দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে করোনা মোকাবিলায় যুক্ত দেশের রেডক্রস যোদ্ধাদের সঙ্গে কথা বলেন হর্ষবর্ধন। এতে বিশেষ করে রক্ত সংগ্রহ ও প্রচুর পরিমাণে ব্লাড ব্যাংকে রক্ত মজুত রাখার ওপরেই জোর ছিল তাঁর।
মন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রেডক্রস পরিবার যেভাবে সরকারের পাশে দাঁড়িয়েছে, এ কথা আলাদাভাবে বলতে হয়। তাঁদের অবদান সত্যিই উদ্বুদ্ধ করার মতো। শুধু রক্ত প্রসঙ্গে নয়, বিভিন্ন হাসপাতালে পরীক্ষা কিট, পিপিই, এন-৯৫ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি বিতরণেও এগিয়ে এসেছে আইআরসিএস। এককথায় সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতার ব্যাপারেই এই করোনা পর্বেও পিছিয়ে নেই রেডক্রস।
মন্ত্রী হর্ষবর্ধন বলেন, সবার সহযোগিতায় করোনা চ্যালেঞ্জ জয়ের পথে বিশ্বের বাকি দেশগুলোর থেকে অনেকটাই এগিয়ে ভারত। বলতে গেলে এই ভাইরাস যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে দেশ। তাঁর কথায়, ভারত প্রথম এমন দেশ যে বিন্দুমাত্র সময় অপচয় না করে করোনা রোধে জরুরি সতর্কতা গ্রহণ করেছে। কোভিড-১৯ থেকে মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ও সামগ্রীর প্রস্তুতিও খুব তাড়াতাড়ি নিয়েছে ভারত। প্রথমদিকে তো করোনা পজিটিভ-নিগেটিভ যাচাই করতে আমেরিকায় স্যাম্পল পাঠানো হতো পরীক্ষার জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেশজুড়ে প্রায় ২০০টি ল্যাব আছে, যার মধ্যে নিয়মিত টেস্ট চলছে।
এদিকে, কনফারেন্সে উপস্থিত ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক আর কে জৈন বলেন, সেবামূলক অঙ্গীকার নিয়েই কাজ করে রেডক্রস। এই করোনা সংকটেও দেশজুড়ে থাকা সোসাইটির ১১০০ শাখা সেবা ভাবনা নিয়েই আমজনতা ও সরকারের পাশে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে উৎসাহ ও সহযোগিতা জুগিয়ে যাচ্ছে তাঁরা