Barak UpdatesHappeningsBreaking News
২০, ২১ জুনের সমস্ত পরীক্ষা পিছিয়ে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়
ওয়েটুবরাক, ১৯ জুনঃ প্রবল বৃষ্টিপাতের দরুন আসাম বিশ্ববিদ্যালয় আগামী ২০, ২১ জুনের সমস্ত পরীক্ষা পিছিয়ে দিয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় তিনটি পৃথক বিবৃতিতে জানিয়েছেন, আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং অনুমতিপ্রাপ্ত সমস্ত কলেজে থ্রি ইয়ারস ডিগ্রি কোর্সের সিবিসিএস এবং ফোর ইয়ারস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের দুইদিনের পরীক্ষাসমূহই পিছানো হয়েছে, ২২ জুন থেকে পুরনো সূচি অনুসারেই পরীক্ষা চলবে। টিডিসি (সিবিসিএস) ইভেন সেমিস্টারের ২০ ও ২১ জুনের পরীক্ষাগুলি যথাক্রমে আগামী ২৯ জুন ও ২ জুলাই তারিখে অনুষ্ঠিত হবে। ফোর ইয়ারস আন্ডার গ্র্যাজুয়েট সেকেন্ড সেমিস্টারের ২১ জুনের পরীক্ষাগুলি ৬ জুলাই তারিখে গ্রহণ করা হবে। পাশাপাশি এও জানানো হয়েছে, কলা বিভাগের যে সব ছাত্রের ইকনমিকস, স্ট্যাটিস্টিকস, ম্যাথমেটিকস ও অ্যানখ্রপলজি রয়েছে, তাদের ইংরেজি (এইসি ১৫১) পরীক্ষা ৫ জুলাই ও ভিএসি (ইভিএস ১৫১) পরীক্ষা ৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পৃথক বিবৃতিতে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, ২০ জুনের বিএড কোর্সের পরীক্ষা আগামী ২৯ জুন নেওয়া হবে। ২০, ২১ জুনের এলএলবি কোর্সের পরীক্ষা হবে ক্রমে ১ ও ২ জুলাই। উভয় কোর্সের বাকি রুটিন অপরিবর্তিত থাকছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।