India & World UpdatesHappeningsBreaking News
২০ ফেব্রুয়ারি কলকাতা থেকে ছাড়বে কুম্ভমেলা স্পেশাল ট্রেন
ওয়েটুবরাক, ১৪ জানুয়ারি: কলকাতা থেকে বিশেষ ট্রেন ছাড়া হবে কুম্ভমেলার জন্য।
পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে, মহাকুম্ভ যাত্রার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। ৫ রাত ৬ দিনের এই ট্রেন যাত্রায় ঘুরে দেখা যাবে প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যা। ট্রেনের এসি, নন এসি এবং জেনারেল কামরার জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থাও করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, ইকোনমি বা স্লিপার ক্লাসের জন্য মাথাপিছু খরচ হবে ১৯ হাজার ১০০ টাকা, থ্রি এসি ক্লাসের জন্য মাথাপিছু খরচ ২৫ হাজার ১০০ টাকা। এই ট্রেনে থ্রি এসি কামরায় মোট ১৭৮টি সিট রয়েছে এবং স্লিপার ক্লাসে ৫০০টি সিট রয়েছে। শুধু ট্রেন যাত্রা নয়, ৫ দিন, ৬ রাতের থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকবে এই বিশেষ প্যাকেজে। এসি বা নন-এসি হোটেল, সাইডসিইং-ও করানো হবে। তার জন্য থাকবে বাসও। এই ট্রেনের সিট বুকিং করতে হলে আইআরসিটিসি-র ওয়েবসাইটে যেতে হবে।
প্রয়াগরাজে সোমবার ভোররাত থেকে শুরু হয়েছে মহাকুম্ভের শাহিস্নান। এ বছর আনুমানিক মোট ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।