Barak UpdatesHappeningsBreaking News

২০২১ : কেমন কাটালেন বরাকের মানুষ

২৮ জানুয়ারি : করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ২৯ বাংলাদেশি নিজের দেশে ফিরলেন৷ অবৈধ অনুপ্রবেশের অপরাধে অসমের বিভিন্ন জেলে তাদের শাস্তির মেয়াদ কাটাতে হয়৷
১ এপ্রিল: ১৪ বছরের রোহিঙ্গা কিশোরীকে মণিপুরের মোরে সীমান্ত দিয়ে দেশে পাঠানোর চেষ্টা করে ভারত। গেট খোলেনি মায়ানমার।
২৪ জুলাই : ত্রিপুরা সীমা পেরোতেই করিমগঞ্জ জেলায় ১৫ রোহিঙ্গার একটি দলকে গ্রেফতার করা হয়৷ জেরায় এরা স্বীকার করে, মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে ছিল৷ সেখান থেকে সীমান্ত টপকে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে৷ পরে একই ভাবে বরাক উপত্যকায় আরও বেশ কয়েকজন রোহিঙ্গা ধরা পড়ে৷
২৬ জুলাই : মিজোরামের গুলিতে নিহত আসাম পুলিশের ৬ জওয়ান৷ দুই রাজ্যের সীমা বিবাদে গুলি চালনার ঘটনায় ৫০ জনের বেশি মানুষ জখম হয়েছেন৷ গুলিবিদ্ধ হন তৎকালীন পুলিশ সুপার বৈভব নিম্বলকরও৷
৮ আগস্ট : মিজোরামগামী জাতীয় সড়ক অবরোধমুক্ত করা হয়৷ গুলিচালনায় ৬ জওয়ানের মৃত্যুর পর এলাকাবাসী ওই সড়ক লাগাতার অবরুদ্ধ করে রেখেছিল৷ তাতে মিজোরামে পণ্যসঙ্কট দেখা দিয়েছিল৷
১৬ আগস্ট : তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব৷ আগের দিনই সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দেন তিনি৷ ছাড়েন কংগ্রেসের প্রাথমিক সদস্যপদও৷
২৪ আগস্ট : পুলিশের সঙ্গে সংঘর্ষে গভীর রাতে নিহত হয় অভিযুক্ত অস্ত্র পাচারকারী নুরুল ইসলাম৷ এ দিনই দুপুরে বদরপুরে ধরা পড়েছিল নুরুল৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের গুলিতে নিহতের বেশ কিছু ঘটনা ঘটলেও বরাক উপত্যকায় এই প্রথম৷
২৬ আগস্ট : ডিমা হাসাও জেলায় পাঁচ লরিচালক-খালাসিকে গুলি করে মারল ডিএনএলএ জঙ্গিরা৷
২৮ আগস্ট : গুয়াহাটি-হাফলঙ ভিস্টাডোম চালু৷ উত্তর-পূর্বে এটিই প্রথম৷ দাবি ওঠে, একে শিলচর পর্যন্ত চালাতে হবে৷
৮ সেপ্টেম্বর : অস্ত্রবিরতি ঘোষণা করল ডিএনএলএ৷
২৯ সেপ্টেম্বর : কাছাড় কাগজ কল আর না খোলার সিদ্ধান্ত৷ কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেন৷ উভয় পক্ষে মউ স্বাক্ষরিত৷

৩০ সেপ্টেম্বর : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শিলচর ও ডিব্রুগড় পুরসভা পুরনিগমে উন্নীত হবে৷ পরে বিধানসভায় এ সংক্রান্ত বিল পাস৷
৭ অক্টোবর : শিলচর মেডিক্যাল কলেজে চালু ৪০ হাজার লিটার মজুতের ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্লান্ট৷
২৭ নভেম্বর : ভাষাবিতর্কে গ্রেফতার বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগও দায়ের হয়৷ পরে তিনি জামিনে মুক্তি পান৷
৪ ডিসেম্বর : দত্তরায় গ্রেফতারের পরও নীরব কেন বরাকবাসী, এই নিয়ে নিজের ওয়েব পোর্টালে প্রশ্ন তুললে সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধেও দেশদ্রোহের মামলা দায়ের হয়, জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ আদালত তাঁকে জামিনে মুক্তি দেয়৷

২২ ডিসেম্বর : ভিস্টাডোম বদরপুর পর্যন্ত সম্প্রসারিত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker