India & World UpdatesBreaking News

অপেক্ষার অবসান, ভারতের হাতে অভিনন্দন
Wait is over, Real life Hero Abhinandan is back to India

১ মার্চঃ অবশেষে অনিশ্চয়তার অবসান। শেষ হতে চলল অপেক্ষাও। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিল পাকিস্তান। শুক্রবার বিকেল সাড়ে চারটায় পাক সেনাদের একটি কনভয়ে অভিনন্দনকে ওয়াঘা সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

Rananuj

এ দিন সকাল থেকেই অভিনন্দনকে স্বাগত জানানোর জন্য সীমান্ত এলাকায় ভিড় বাড়ছিল। পাক সেনা তাঁকে সকালেই ইসলামাবাদ থেকে সড়ক পথে লাহোরে নিয়ে যায়। সেখান থেকে বিকেলে ওয়াঘা-আতারি সীমান্তে। ততক্ষণে এ-পারে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় সেনা ও এয়ারফোর্সের শীর্ষ আধিকারিকরা।  এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূরও হাজির হন সেখানে। সকালেই সীমান্তে পৌঁছান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।

তবে মুক্তির নানা প্রক্রিয়া শেষ না হওয়ায় তিনি এখনও সীমান্ত পেরিয়ে আসেননি। ভারতীয় অফিসাররা তাঁকে সঙ্গে নিয়ে ওইসব কাজ সেরে নিতে ততপরতা চালিয়ে যাচ্ছেন। ও দিকে, সীমান্তের এ-পারে সাধারণ মানুষ ও জওয়ানরা তাঁকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। মুহূর্মুহূ স্লোগান উঠছে, বন্দেমাতরম। ভারতমাতা কি জয়।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker