NE UpdatesBarak UpdatesHappenings
২০২০-এর তুলনায় কাছাড়-মিজোরামে ১১ গুণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিএসএফ
ওয়েটুবরাক, ২২ জানুয়ারি : ২০২০ সালের তুলনায় গত বছর বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার ১১ গুণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ ২০২০ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল ৪ কোটি ২৭ লক্ষ ৯৪ হাজার ৯২৩ টাকার সামগ্রী৷ ২০২১ সালে সেই পরিমাণ বেড়ে হয় ৪৭ কোটি ৪৮ লক্ষ ৭৫ হাজার ৮৯৩ টাকা৷ বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল মৃদুলকুমার সোনোয়াল শনিবার এ কথা জানিয়ে বলেন, এর মধ্যে ইয়াবা ট্যাবলেটই বেশি৷ এই ট্যাবলেটই দুই বছরের ফারাক বাড়িয়ে দিয়েছে৷ ২০২০ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল ৬০০টি ট্যাবলেট৷ গত বছর হয় ৫১ হাজার৷ আন্তর্জাতিক বাজারে একেকটি ট্যাবলেটের বিনিময় মূল্য ৫০০ টাকা৷ তাতেই বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য এত বেশি হয়েছে৷
বিএসএফের অপারেশনের এরিয়া বাড়ানোকেও তাঁদের সাফল্যের বড় কারণ বলে মনে করেন মৃদুল সোনোয়াল৷ বলেন, আগে আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিমি পর্যন্ত বিএসএফ গিয়ে অভিযান চালাতে পারত৷ কিন্তু গত বছরের অক্টোবরে তা বাড়িয়ে ৫০ কিমি করা হয়েছে৷ তাতে বিরাট উপকার মিলেছে৷ এখন আর পাচারকারীরা কোনও মতে ১৫ কিমি পেরিয়ে গেলেই রেহাই পাওয়ার ব্যাপার থাকছে না৷ এখন বিএসএফ ৫০ কিমি পর্যন্ত ভেতরে ঢুকে তাদের ধরে নিয়ে আসে৷
সোনোয়াল তাঁর বাহিনীর জওয়ানদের খুব প্রশংসা করেন৷ তিনি জানান, এখন অনেকেরই ওমিক্রন হচ্ছে৷ বিধিনিয়মে কড়াকড়ি নেই বলে কাজকর্মে বেশি সমস্যা হচ্ছে না৷ কিন্তু প্রথম পর্বে খুব সমস্যা হয়েছিল৷ একসময় অনেকে কোয়ারেন্টিনে থাকায় সীমান্ত পাহারার সমস্যা দেখা দেয়৷ পরে কোভিড রোগীদেরই বলা হয়, এক নির্দিষ্ট সীমায় ডিউটি করতে নামনো হয়েছিল৷ বলে দেওয়া হয়েছিল, তাঁরা যাতে নিজের গণ্ডির বাইরে না যান৷ দুই শতাধিক জওয়ানকে তখন এইভাবে ডিউটি দিতে হয়েছে৷