India & World UpdatesHappeningsBreaking News
১ কোটি কৃষককে ন্যাচারেল ফার্মিং-এ নিয়ে আসা হবে, ঘোষণা নির্মলার
তাঁর বাজেটে কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হয়েছে বলেও ঘোষণা করেন নির্মলা ।
ওয়েটুবরাক, ২৩ জুলাই: এবারের বাজেটে কৃষি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়, শহরের উন্নতি, গবেষণা, পরবর্তী প্রজন্মের উন্নতি বিষয়ে জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, ”কৃষিতে গবেষণার ওপর জোর দিচ্ছি যাতে উৎপাদশীলতা বাড়ে। সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই গবেষণায় ওপর জোর দেওয়া হবে। ৩২টি হর্টিকালচারাল শস্যের ওপর জোর দেওয়া হবে। ১ কোটি কৃষককে ন্যাচারেল ফার্মিং-এ নিয়ে আসা হবে। ১০ হাজার সেন্টার তৈরি হবে সে জন্য। আমরা তৈলবীজ, সয়াবীন, চীনেবাদামে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করব।”
তাঁর বাজেটে কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হয়েছে বলেও ঘোষণা করেন নির্মলা ।