Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় জেলার কন্টেইনমেন্ট জোনে ফল-সবজি বিক্রয় করল কৃষিবিভাগ
District Agriculture Department sold fruits & vegetables in containment zone in Cachar

১০ মে : কাছাড় জেলাকে গ্রিনজোন হিসেবে ঘোষণার পর সারা জেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে ফলমূল ও শাকসবজির ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। জেলায় হঠাৎ করে কোভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কিছু নির্দিষ্ট এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণার পর জেলা কৃষি বিভাগ আবারও পরিষেবা শুরু করেছে। এই সংরক্ষিত এলাকাগুলিতে থাকা বাসিন্দারা যাতে ফল ও শাকসবজির পান, তা নিশ্চিত করেছে বিভাগ।

Rananuj

জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা কৃষি বিভাগের সহযোগিতায় কৃষি আধিকারিক এল সিংহ ও সহকারী কৃষি বিপণন পরিদর্শকের উপস্থিতিতে বিভাগীয় বিক্রেতারা ফল ও সবজি বিক্রি করেন। বিভাগীয় বিক্রেতা নুরুল ইসলাম বড়ভূঁইয়া রবিবার বিভিন্ন ধরনের প্রায় ১০ কুইন্টাল শাকসবজি বিক্রি করেছেন। চিরুকান্দি ও পেঁচাডহর (রামনগর) সংরক্ষিত এলাকাগুলির মধ্যে মাত্র দুটি স্থানে ফল-সবজি বিক্রি করে প্রায় ৩৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। জেলা কৃষি আধিকারিক জানান, বাকি স্থানগুলিতেও পরিষেবা অব্যাহত থাকবে।

এর আগে সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও জনসংযোগ বিভাগের টেকনিক্যাল দল শিলচরের ৪টি সংরক্ষিত এলাকায় মাইকযোগে ফল এবং শাকসবজি বিক্রয়ের খবর ঘোষণা করেন। সংরক্ষিত অঞ্চলের বাসিন্দাদের এই সুবিধা গ্রহণের জন্য ন্যায্যমূল্যে বিক্রেতাদের কাছ থেকে কনটেন্টমেন্ট জোনের মধ্যেই শাকসবজি কেনার সুবিধা প্রদান করা হয়। তাছাড়া তথ্য ও জনসংযোগ বিভাগের টেকনিক্যাল দলটি কন্টেন্টমেন্ট জোনের জনগণকে মাস্ক পরতে এবং সর্বাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও আবেদন জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker