Barak UpdatesHappeningsBreaking News
১১ দফা দাবিতে ১২ দিনের কর্মবিরতিতে উধারবন্দের অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা
ওয়ে টু বরাক, ৫ এপ্রিল ঃ চাকরি নিয়মিত করার দাবিতে কর্মবিরতি পালন করলেন আসাম ষ্টেট আউট সোর্স পাওয়ার ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তারা। ইউনিয়নের উদ্যোগে উধারবন্দ বিদ্যুৎ উপমন্ডলের অস্থায়ী কর্মচারীরা একত্রিত হয়ে ১১ দফা দাবি নিয়ে উধারবন্দ বিদ্যুৎ উপমন্ডলের কার্যালয়ের সামনে সকাল দশটা থেকে কর্মবিরতি শুরু করেন। মঙ্গলবার থেকে আগামী ১২ দিন পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন তারা বলে জানান।
এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, এগারো দফা দাবি নিয়ে এই ধর্নায় বসেছেন তারা। অনেকেই বিগত ১০ থেকে ১৫ বছর ধরে অস্থায়ীভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। করোনা মহামারি কালেও তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বর্তমানে তারা যা মাইনে পাচ্ছেন তাতে তাদের পরিবারের সদস্যদের প্রতিপালন করাই মুশকিল। স্থায়ী পদে নিযুক্তির দাবিতে বর্তমানে ১২ দিনের ধর্না কর্মসূচি হাতে নিয়েছেন। এর পরও দাবি না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা।