Barak UpdatesHappeningsBreaking News

বুধবার ইদুজ্জোহা, ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন কাছাড়ে

ওয়েটুবরাক, ২০ জুলাই: বুধবার ত্যাগের উৎসব ইদুজ্জোহা৷ এ বার অবশ্য কাছাড় জেলায় কোভিড প্রটোকল মেনেই ইদুজ্জোহা পালনের সিদ্ধান্ত জানিয়েছেন মসজিদ, ইদগা কমিটি৷ মুসলিম ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনও কোভিড সংক্রমণের আশঙ্কায় নিজেদের বাড়িতে থেকেই ইদ উদযাপনের আহ্বান জানিয়েছে৷ একই আবেদন জানানো হয়েছে কাছাড়ের জেলা প্রশাসনের তরফেও। জেলা প্রশাসন  রাজ্য সরকারের জারি করা সর্বশেষ এসওপি অনুসারে ইদুজ্জোহা পালন করতে বলেছে।

এদিকে, এই উৎসব পালনের সময় জেলায় আইন-শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শিলচর সদর থানা এলাকায় ম্যাজিস্ট্রেট হিসেবে জিতুরাজ গগৈ (9101702719) আইন-শৃঙ্খলা দেখবেন। শিলচর শহরের রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্ট, ন্যাশনাল হাইওয়ে পেট্রোলিং পোস্ট এলাকায় ম্যাজিস্ট্রেট রুতি আওয়াজ (88 11 8319 42), রংপুর পেট্রোল পোস্ট, মালুগ্রাম টাউন আউটপোস্ট এবং তারাপুর টাউন আউটপোস্ট এবং শ্রীকোণা আউট পোস্টে কিমনেইনাম চাংসন (91 27 365 575) আইন-শৃংখলার তদারকি করবেন । সোনাই, কচুদরম ও ধলাই থানা এলাকার আইন-শৃংখলার দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট ডা. দীপঙ্কর নাথকে (9707 389 639) ।এছাড়া, কাটিগড়া থানা এলাকায় ম্যাজিস্ট্রেট কাবেরী রংপিপি (9085 152373) এবং উধারবন্দ ও বড়খলা থানা এলাকায় আইন-শৃঙ্খলা দেখবেন ম্যাজিস্ট্রেট অদিতি নুনিসা (84718 12860) ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker