Barak UpdatesAnalyticsBreaking News
হাইলাকান্দিতে সাধারণতন্ত্র দিবসের পতাকা উত্তোলন নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে
ওয়ে টু বরাক, ৮ জানুয়ারি : হাইলাকান্দিতে আগামী ২৬ জানুয়ারি প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালন করা হবে। এ উপলক্ষে হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে (ডিএসএ ময়দান) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সোমবার হাইলাকান্দির জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সর্বদলীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি পালন উপলক্ষে হাতে নেওয়া অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে কাটলিছড়ার বৃদ্ধাবাসের আবাসিকদের সংবর্ধনা, হাসপাতাল ও কারাগারের কয়েদিদের মধ্যে ফলমূল বিতরণ, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের স্থলে ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত প্রচার, সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন ইত্যাদি।
জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের পৌরোহিত্যে সভায় ডিডিসি অ্যালডার্ড ফারহীন সহ তিন এডিসি জ্যোতির্ময় দৈমারি, সপ্ততী এন্দো, লালরহলু খেনতে সহ প্রবীণ নাগরিক এবং বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।