Barak Updates

হাইলাকান্দিতে এগোচ্ছে বিজেপি, পেছনে ইউডিএফ

১২ ডিসেম্বরঃ হাইলাকান্দি জেলা পরিষদ নির্বাচনে বিজেপি-এআইইউডিএফ সমানে পাল্লা দিয়ে চলছিল। কিন্তু সময় এগিয়ে যেতেই এআইইউডিএফ পেছনে পড়ে যায়। এ পর্যন্ত ১১টি আসনের গতিপ্রকৃতি জানা গিয়েছে। তাতে দেখা যায় বিজেপি ৬টি আসন জিততে চলেছে। এআইউডিএফ এগিয়ে ৪ আসনে। অপর আসনে এগোচ্ছে কংগ্রেস। গৌতম রায়-রাহুল রায়ের দলের শুধু ভাটিরকুপা-বোয়ালিপারে জয়ের সম্ভাবনা রয়েছে। সেখানে কংগ্রেস প্রার্থী সজনা বেগম বড়ভুইয়া দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ৩৭৯ ভোটে এগিয়ে রয়েছে।

বিজেপি প্রার্থীদের মধ্যে মাটিজুরি-পাইকানে সারিনা ইয়াসমিন মজুমদার, আয়নাখাল-নিশ্চিন্তপুরে চৌধুরী চরণ গড়, পাঁচগ্রাম-কালীনগরে বু্ল্টি দাস, বরুণছড়া-বিলাইপুর আসনে জয়দীপা লস্কর ও ঘাড়মুড়া-জামিরা আসনে জিয়ান্ত ওয়াহান রিয়াং এগিয়ে রয়েছেন। এআইইউডিএফ-এর এগিয়ে থাকা প্রার্থীরা হলেন রাজেশ্বরপুরে রৌজি খানম বড়ভুইয়া, রাঙাউটি-নিতাইনগরে ফারহানা খানম চৌধুরী, আলগাপুর-মোহনপুর আসনে নুরুল ইসলাম লস্কর, কাটলিছড়ায় ইমরুল আলম বড়ভুইয়া, রংপুর-রামচণ্ডী ফারহানা বেগম লস্কর।

তবে গ্রাম পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েত পর্যায়ে এআইইউডিএফ লড়াই অব্যাহত রাখতে পারেনি। সেখানে গেরুয়াবাহিনীর জয়জয়কার।

১৪টি গ্রাম পঞ্চায়েত সভাপতির ফল ঘোষণা করা হয়েছে,তার মধ্যে বিজেপি ৬টি, কংগ্রেস ১টি, এআইইউডিএফ ২ ও নির্দল প্রার্থী জিতেছেন ৫টি আসনে। ঘোষিত ১৬টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ৮টি গেছে বিজেপির ঝুলিতে, ১টিতে কংগ্রেস, ২টি এআইইউডিএফ ও ৫টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন।

এইসব গ্রাম পঞ্চায়েতের অধীনে ১৭৪টি গ্রুপ সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থীরা ৩৯টিতে এবং নির্দল প্রার্থীরা ১৩৫টি আসনে জয়লাভ করেছেন।

 

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker