SportsBreaking News
হাঁটুর চোট, ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার
ওয়েটুবরাক, ৭ জুন: চলতি ফরাসি ওপেন থেকে নেওমি ওসাকা আগেই সরে দাঁড়িয়েছিলেন। এ বার হাঁটুর চোটে সরে দাঁড়ালেন রজার ফেডেরার। শনিবার রাতে জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। কিন্তু শরীর সায় দিচ্ছিল না। শেষপর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
তিনি বলেন, “দুটো হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রায় এক বছর বিশ্রামে ছিলাম। আমার আরও কয়েক দিন বিশ্রাম নেওয়া উচিত। শরীরের যা অবস্থা, তাতে মনে হচ্ছে খুব দ্রুত কোর্টে ফেরা সম্ভব নয়। পুরো সুস্থ হতে আরও সময় লাগবে। তবুও তিনটি ম্যাচ জিতলাম, এটাই আনন্দের কথা।”