India & World UpdatesAnalyticsBreaking News
সংসদে শুরু বাজেট অধিবেশন, লালকেল্লার ঘটনার নিন্দা রাষ্ট্রপতির
২৯ জানুয়ারি : শুক্রবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি তাঁর ভাষণে, প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে ঘটা ঘটনা এবং লালকেল্লার ঘটনার নিন্দা করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আগের দিন হওয়া তেরঙ্গার অপমান দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতি কোবিন্দ তাঁর ভাষণে বলেন, ‘তেরঙ্গা ও প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র দিবসকে অপমান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতার অধিকার দেয়, একই সংবিধান আমাদের আইন ও নিয়মকে সমানভাবে গুরুত্ব সহকারে পালন করা উচিত।’
উল্লেখ্য, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করতে গিয়ে কার্যত লালকেল্লার দখল নিয়ে নেন কৃষকদের একাংশ। এই পরিস্থিতিতে গোটা দেশজুড়েই সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে কৃষকদের বিক্ষোভ থেকে সরে গিয়েছে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু) সহ মোট চারটি সংগঠন।