Barak UpdatesHappeningsBreaking News

সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া স্থগিতের দাবিতে মঙ্গলবার পুরসভার সামনে সুরক্ষা মঞ্চের ধরনা

ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বরঃ রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তিকে সামনে রেখে সেলফ অ্যাসেসমেন্ট ফরম সংগ্রহ করা হচ্ছে, তা পুরসভা বা জেলা প্রশাসন কোথাও প্রকাশ করেনি। এমনকী জেলাশাসক এবং পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে চেয়েও পাওয়া যায়নি। অভিযোগ করেছেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের দুই কর্মকর্তা আইনজীবী সৌমেন চৌধুরী এবং অজয় রায়। এমনকী সরকার ঘোষিত সেলফ অ্যাসেসমেন্ট ফরম জমার আগের দিনেও তা দেওয়া হয়নি। কেন দেওয়া হচ্ছে না, এর কারণটা তাঁরা বুঝতে পেরেছেন, অন্য সূত্রে ওই বিজ্ঞপ্তি সংগ্রহ করার পরে। তাঁদের কথায়, বিজ্ঞপ্তিতেই স্পষ্ট, এই প্রক্রিয়া শিলচরে কার্যকর হতে পারে না। একে একে এর ব্যাখ্যা করে তাঁরা বলেন, বিজ্ঞপ্তিতে আসাম পুর আইনের উল্লেখ করে বলা হয়েছে, ওই আইন মেনে এ  সংক্রান্ত কাজকর্মের জন্য একটি কমিটি গঠিত হতে হবে। তাতে জেলাশাসক থাকবেন চেয়ারম্যান। পুরসভার সভাপতি হবেন একজন সদস্য। উপসভাপতি সদস্য-সচিব। এগজিকিউটিভ অফিসার বিশেষ আমন্ত্রিত হতে পারেন। শিলচরে এই সময়ে না আছেন পুরসভাপতি, না আছেন উপসভাপতি। তাহলে কমিটির সদস্যসচিব কে হলেন? এগজিকিউটিভ অফিসারকে ওই সব দায়িত্ব প্রদানের কথা নয়, আইনেই স্পষ্ট। তিনি শুধুই বিশেষ আমন্ত্রিত হতে পারেন। দ্বিতীয়ত, জমি-বাড়ির মূল্য নির্ধারণের ক্ষেত্রে পিডব্লুডি না সিপিডব্লু রেট হবে তাও স্থির করার ক্ষমতা পুরবোর্ডকেই প্রদান করা হয়েছে। কিন্তু শিলচরে বোর্ড নেই বলে প্রশাসন নিজেরাই ইচ্ছামত দর চূড়ান্ত করে দিয়েছে। একেও বেআইনি বলেই উল্লেখ করেন তাঁরা৷

Rananuj

মঞ্চের সদস্য-আইনজীবীদের কথায়, ব্যাপারটা অবৈধ ভাবে নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এবং পুরসভার এই সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া নির্বাচিত বোর্ড না হওয়া পর্যন্ত  স্থগিত রাখার দাবিতে আগামী মঙ্গলবার বেলা এগারোটা থেকে পুরসভার সামনে দুইঘণ্টা ধরনা দেবেন তাঁরা। জানিয়েছেন নাগরিক মঞ্চের আরেক সদস্য-আইনজীবী দুলাল মিত্র৷

শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে মতবিনিময় করেন হরিদাস দত্ত, তমালকান্তি বণিক, অতনু ভট্টাচার্য, কিশোর ভট্টাচার্য, সুপ্রিয় ভট্টাচার্য, বনানী রায়চৌধুরী, দীপঙ্কর চন্দ প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker