India & World UpdatesBreaking News

প্রার্থী বাছাইয়ে জনতার মতামত চাইছেন মোদি, অ্যাপ চালু
App launched to take public opinion on selection of candidates by Modi

১৫ জানুয়ারিঃ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাইয়ে অনলাইন সমীক্ষা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে সাধারণ মানুষের কাছে পছন্দের প্রার্থীর নাম জানতে চেয়েছেন। লক্ষ্য, বেছে বেছে যাতে জনপ্রিয় নেতাদেরই টিকিট দেওয়া যায়।

নমো অ্যাপের মাধ্যমে ‘পিপলস পালস’ নামের এই সমীক্ষা চালু হয়েছে। তাতে শুধু প্রার্থীর নামই নয়, প্রতিটি লোকসভা আসনের প্রশাসনিক কাজকর্ম সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে। মোদি তাঁর আসন থেকেও তিনজন পছন্দের প্রার্থীর নাম জানতে চেয়েছেন।

মোদির এই সমীক্ষা বর্তমান বিজেপি সাংসদদের দুশ্চিন্তায় ফেলেছে। অনিশ্চয়তায় সম্ভাব্য প্রার্থীরাও। সোমবার নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি। তাতে ‘পিপলস পালস’ সমীক্ষায় অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানান। পরে সেটি রি-টুইট করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

কয়েক বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল সমীক্ষক নিয়োগ করে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। কিন্তু সাধারণ জনগণের মতামত জেনে প্রার্থী বাছাইর উদ্যোগ এই প্রথম। সম্প্রতি বেশ কিছু রাজ্যের বিধানসভা ভোটে হার এবং বিরোধী দলগুলোর জোট বাঁধার প্রক্রিয়া শুরু হতেই লোকসভা নির্বাচনের আগে জনগণের নাড়ি বুঝতে চাইছে বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker