India & World UpdatesHappeningsBreaking News
সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার জীবনাবসান
কলকাতা, ১৩ নভেম্বর : সিপিএমের প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া প্রয়াত হয়েছেন। সোমবার দুপুরে তিনি হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ছাত্র জীবনেই তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। পুরুলিয়ায় আদিবাসীদের বিভিন্ন আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা নিয়েছেন। ১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সাল পর্যন্ত বাসুদেব আচারিয়া বাঁকুড়ার সাংসদ ছিলেন। রেল শ্রমিকদের বিভিন্ন আন্দোলনেও তিনি নিজেকে যুক্ত করেছিলেন। তবে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান বাসুদেব আচারিয়া।
সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহম্মদ সেলিম জানিয়েছেন, বাসুদেব আচারিয়ার এক কন্যা বিদেশে থাকেন। তিনি হায়দ্রাবাদে এসে পৌঁছানোর পর সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে প্রয়াত নেতার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।