Barak UpdatesHappeningsCulture

সাধারণ সভায় সিদ্ধান্ত, রূপমে বহাল প্রদীপ-নিখিল-কল্যাণ

৩০ নভেম্বর: রূপম-এর পুরনো কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল সংস্থার ৫৮ তম দ্বিবার্ষিক সাধারণ সভা৷ রবিবার নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত সভায় ফের সভাপতি পদে মনোনীত হলেন প্রদীপ দত্ত রায়। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ক্রমে নিখিল পাল ও কল্যাণ পাল-ই৷ তিন সহ-সভাপতি রাজ কুমার পাল, ড. বিভাস দেব ও নীহার রঞ্জন পাল। সহ সম্পাদক হয়েছেন সুভাষ বর্মন (সাংস্কৃতিক) উত্তম সরকার (প্রশাসন) ও কাজল কর্মকার (সামাজিক ও ক্রীড়া)৷ সাংস্কৃতিক সম্পাদিকা শংকরী বিশ্বাস৷ নাট্য সম্পাদক পম্পা দাস। ক্রীড়া সম্পাদক বাসব সেন। সামাজিক বিভাগ  সম্পাদক স্বপন পাল। একাঙ্ক নাটক প্রতিযোগিতার সম্পাদক হন সত্যজিৎ দে-ই৷ অফিস সম্পাদক পদে দেবাশিস সূত্রধরকে মনোনীত করা হয়। এ ছাড়া, কার্যকরী সদস্য রয়েছেন আরও ১১ জন৷

সভার শুরুতেই অবশ্য সম্পাদক নিখিল পাল সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন৷ একইভাবে কোষাধ্যক্ষ তুলে ধরেন আয়-ব্যয়ের হিসাব৷ সভা সে সবে অনুমোদন জানায়৷

সভায় উপস্থিত সদস্যরা নানা বিষয়ে তাঁদের মতামত প্রকাশ করেন৷ ওইসবের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, পরিস্থিতি বিবেচনা করে কোভিড প্রটোকল মেনে মার্চ মাসে একাঙ্ক নাটক প্রতিযোগিতা করা হবে৷ শুধু নাটকের বই নিয়ে রূপম কার্যালয়ে একটি লাইব্রেরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়৷

এ দিনের সাধারণ সভায় সঙ্গীতশিল্পী দীপক ভট্টাচার্যের অকালপ্রয়াণে এক মিনিট নীরবতা পালন করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker