Barak UpdatesHappeningsBreaking News
সাংসদ রাজদীপ রায়ের উদ্যোগে স্কাউটস গাইডদের শংসাপত্র প্রদান
ওয়ে টু বরাক, ৪ মে : স্কাউটস ও গাইড সর্বাবস্থায় সমাজে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে। পড়াশোনার পাশাপাশি কম বয়সি ছেলেরা প্রবল উৎসাহের সঙ্গে সমাজের কল্যাণে স্কাউটস ও গাইডের জন্য যেভাবে কাজ করে আসছে তা বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এ ধরনের কাজের জন্য স্কাউটস ও গাইডের সেইসব যুবকদের আমি সাধুবাদ জানাই। শনিবার শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়ের রাধামাধব রোডের বাসভবনে আয়োজিত স্কাউটস ও গাইড সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মন্তব্য করেন সাংসদ প্রতিনিধি পুলক দাস।
উল্লেখ্য, ২০২৩ সালে দুর্গাপূজায় শিলচর রাধামাধব রোড বিলপার মিতালী সংঘ পরিচালিত পুজোতে চার দিন সহ বিসর্জনের সময় এবং বৃহত্তর বিলপার অঞ্চলে উপচে পড়া ভিড়ে ট্রাফিক কন্ট্রোল করতে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো এলাকায় শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে স্কাউটস ও গাইডের সদস্যরা যে অনুকরণীয় কাজ ও সেবা প্রদান করেছে তারই স্বীকৃতি স্বরূপ এ দিন তাদের উৎসাহিত করতে শিলচরের সাংসদ এই উদ্যোগ নেন । এরই পরিপ্রক্ষিতে শনিবার স্কাউটস ও গাইডের সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলক দাস আরও জানান, শুধু দুর্গাপুজো নয় সমাজের অন্যান্য স্তরে স্কাউটস ও গাইডের সদস্যরা কাজ করে যাচ্ছেন। তিনি তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শিলচরের সাংসদ রাজদীপ রায় বর্তমানে শিলচরের বাইরে রয়েছেন। তাই সাংসদের হয়ে এ দিন তাঁর প্রতিনিধি পুলক দাস, প্রদীপ ঘোষ, কৃষ্ণ রায় চৌধুরী প্রমুখ স্কাউটস ও গাইডের বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার পুলিন বিহারী দাস সহ স্কাউটস ও গাইডের ২২ জন সদস্যকে শংসাপত্র দিয়ে সংবর্ধিত করেন। সঙ্গে ছিলেন মিতালী সংঘের সভাপতি সুদীপ চৌধুরী ও সম্পাদক জয়জিৎ বিশ্বাস।
এদিকে, স্কাউটস ও গাইডের এ ধরনের সেবামূলক কাজে খুশি ব্যক্ত করেন শিলচরের সাংসদ রাজদীপ রায় টেলিফোনে তাঁর শুভ কামনা সবসময় স্কাউটস ও গাইডের দলের সঙ্গে থাকবে বলে জানান এবং তারা যাতে প্রয়োজনের সময় এই উপত্যকায় তাদের সেবা প্রদান করে যান এই আশা প্রকাশ করেন । তিনি পুলিন বিহারী দাসকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ৮৪ বছর বয়সেও তিনি যেভাবে স্কাউটস ও গাইডের নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন, তার জন্য শিলচরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, পুলিনবাবু তাঁকে ও তাঁর টিমের সদস্যদের প্রতি সাংসদ রাজদীপ রায় যে সম্মান প্রদর্শন করেছেন তারজন্য সাংসদকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, তার ছেলেরা এধরনের কাজ করে তৃপ্তি পায়। তিনি এও বলেন, বার্ধক্য তাঁর কাছে কিছুই নয়, আগামীদিনেও এভাবে সমাজের জন্য কাজ করে যেতে চান তিনি ।