Barak UpdatesHappeningsBreaking News
সমাবর্তন ছাড়াও তিনদিন ধরে চলবে সার্টিফিকেট বিতরণ
১৮ ডিসেম্বরঃ আগামী ২৫ ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শুধুই ডিলিট, পিএইচডি এবং বিভিন্ন বিভাদের স্বর্ণপদকজয়ীদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হবে। পরে তিনদিন ধরে চলবে অন্য ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বিতরণ। কখন কারা তাঁদের সার্টিফিকেট সংগ্রহ করবেন, শুক্রবার এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রেজিস্ট্রার ড.পিকে নাথ।
তিনি জানান, ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হবে এমফিল ও এমএ ছাত্রছাত্রীদের। এমএসসি, এমকম, ইন্টিগ্রেটেড কোর্স এবং অন্যান্য স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হবে বেলা সাড়ে ১২টা থেকে।
২৭ তারিখে দেওয়া হবে শুধু বিএ সার্টিফিকেট। দিনের প্রথমার্ধ্বে যাবেন বড়খলা কলেজ, এএলচৌধুরী কলেজ, বোকাজান কলেজ, কাছাড় কলেজ, ডিফু সরকারি কলেজ, ডিফু গার্লস কলেজ, ইস্টার্ন কার্বি আংলং কলেজ, এফএ ডিগ্রি কলেজ, জিসি কলেজ, হাফলং সরকারি কলেজ, হাইলাকান্দি উওমেনস কলেজ, হাওড়াঘাট কলেজ, জেবি হাগজের কলেজ, জগন্নাথ সিং কলেজ, কপিলি কলেজ, জনতা কলেজ, করিমগঞ্জ কলেজ, কাটিগড়া আঞ্চলিক কলেজ, খয়রুন্নেসা কলেজের বিএ ছাত্রছাত্রীরা। দ্বিতীয়ার্ধে যাবেন লালা রুরাল কলেজ, এমসিডি কলেজ, মাইবাং কলেজ, এনসি কলেজ, এনসি পাল কলেজ, নেহরু কলেজ, নিলামবাজার কলেজ, পাথারকান্দি কলেজ, আরকে নগর কলেজ, রাধামাধব কলেজ, আরএস গার্লস কলেজ, রোকাসেন কলেজ, এসএস কলেজ, এসসি দে কলেজ, এসকে রায় কলেজ, এসআর কলেজ, এসভি কলেজ, এসএম দেব কলেজ, শিলচর কলেজ, থংনকবি কলেজ, রাংসিনা কলেজ, উওমেনস কলেজ এবং ওয়েস্ট শিলচর কলেজের বিএ ছাত্রছাত্রীরা৷
২৮ তারিখে দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে দেওয়া হবে বিএসসি ডিগ্রির সার্টিফিকেট এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ বেলা সাড়ে ১২টা থেকে প্রদান করা হবে বিকম, এলএলবি, বিবিএ, বিসিএ, বিএড ইত্যাদি ডিগ্রি৷
রেজিস্ট্রার নাথবাবু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সমাবর্তন বা সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান যে কোনওটিতে প্রবেশের জন্য হল টিকিট বাধ্যতামূলক৷ হলটিকিট নিতে হবে htttp://www.ausconvocation.in – এ ক্লিক করে৷