Barak UpdatesHappeningsCulture
সঙ্গীত ও যোগকে এক জায়গায় এনে ‘এসো বলি’র ফেসবুক লাইভ
ওয়েটুবরাক, ২৪ জুন: বিশ্ব সঙ্গীত দিবস ও আন্তর্জাতিক যোগ দিবসকে এক করে ফেসবুকে নিজেদের পেজে লাইভ অনুষ্ঠানের আয়োজন করলো ‘এসো বলি’। গত ২১ জুন সন্ধ্যায় সঙ্গীত ও যোগের উপস্থাপনায় আয়োজিত এই আলাপচারিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সঙ্গীতশিল্পী অরূপ রতন দাস ও যোগ প্রশিক্ষক শতাক্ষী ভট্টাচার্য। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন এসো বলির সভাপতি সব্যসাচী রুদ্র গুপ্ত। সঙ্গীতের উপলব্ধি, সঙ্গীত ও যোগ দিবসের প্রাসঙ্গিকতা, বর্তমান করোনা অতিমারিতে সঙ্গীত ও যোগের উপযোগিতা ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে অতিথিরা তাঁদের মত বিনিময় করেন।
সঙ্গীতশিল্পী ‘আগুণের পরশমণি’, ‘অলির কথা শুনে’ এবং ‘পথ হারাব বলেই এবার পথে নেমেছি’ গানগুলি পরিবেশন করেন। যোগ প্রশিক্ষক শতাক্ষী ভট্টাচার্য বর্তমান কোভিড রোগ প্রতিরোধক বেশ কয়েকটি যোগ ব্যায়াম প্রদর্শন করে দেখান এবং সকলকে নিয়মিত এগুলির অনুশীলন করার আহ্বান জানান। সঞ্চালক সব্যসাচী রুদ্র গুপ্ত অনুষ্ঠানের শুরুতে বিশ্ব সঙ্গীত দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এদিনের এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রযুক্তিগত সহযোগিতায় ছিলেন ‘এসো বলি’র কার্যনির্বাহী সদস্য শুভজিৎ দাস।