Barak UpdatesBreaking News

অনাস্থায় পরাস্ত, করিমগঞ্জ পুরসভাও খোয়াল কংগ্রেস
Congress lose no-confidence: Karimganj Municipality in the hands of BJP

তৃতীয় বারের চেষ্টায় করিমগঞ্জ পুরসভায় সাফল্যের হাসি হাসল বিজেপি। অনাস্থা প্রস্তাবে ১০-১৫ ভোটে পরাস্ত হয় কংগ্রেস। ১জন সরকার মনোনীত সদস্য সহ পুরসভার সদস্যসংখ্যা ২৮। ২জন কংগ্রেস সদস্য এ দিন অনুপস্থিত থাকেন। ১টি ভোট বাতিল হয়ে যায়।

Rananuj

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পুরবোর্ড গঠনের জন্য তাঁরা জেলাশাসকের কাছে দাবি জানাবেন। দ্রুত বিজেপি পুর পরিষদীয় দলের সভা ডেকে সভাপতি, উপসভাপতির নাম চূড়ান্ত করা হবে।

আজ অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির ফল প্রকাশের পর শহর জুড়ে বিজেপি নেতা-কর্মীদের উল্লাস শুরু হয়। শহরে মিছিল বের হয়। দলীয় কার্যালয়ের সামনে চলে বাজি ফাটানো, মুহূর্মুহূ স্লোগান। এই বিজয় অবশ্য গেরুয়া শিবিরে খুব সহজে ধরা দেয়নি। এর আগেও দুইবার তারা একই ধরনের প্রয়াস নেয়। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই আজ ভোটাভুটি হয়।

পুরসভার ক্ষমতা দখলের এই রাজনীতিতে অনেক দিন ধরে করিমগঞ্জবাসীকে পুর পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হয়। জঞ্জালের স্তূপ জমে এদিকে-ওদিকে। নালা-নর্দমা সাফাইও আটকে ছিল দীর্ঘদিন। শিখা সূ্ত্রধরের নেতৃত্বাধীন পুরবোর্ডকেই সেজন্য দোষারোপ করছিল বিজেপি। এ বার তাদের নতুন বোর্ড গঠিত হলে এইসব কাজকর্ম কতটা সুচারুরূপে সম্পন্ন হয়, সে দিকেই তাকিয়ে শহরবাসী।

BJP councilors moved a no-confidence motion against the Congress-ruled Municipal Board at Karimganj. In the voting which took place on Wednesday, Congress lost the no-confidence motion by 10-15 votes. The total strength of the Karimganj Municipal Board including one government nominated member is 28. Two Congress commissioners remained absent whereas one vote was cancelled. It needs mention here that BJP became successful in its 3rd attempt to grab the civic body of Karimganj.

BJP will now stake its claim before the Deputy Commissioner to form the new Municipal Board. Party sources revealed that an emergent meeting will be convened immediately to select the Chairman and Vice- Chairman.

There was jubilation all around Karimganj. BJP leaders and party workers took out a rally. Sounds of crackers and slogans near the BJP office rented the whole atmosphere. This victory, however, was not easily achieved. Earlier also BJP made two attempts. Finally, the issue was dragged to Gauhati High Court. Voting took place today at the direction of the High Court.

The tug of war between the Congress and BJP resulted in a lot of sufferings by the common people. Since a long period of time, drains in the municipal area were not cleaned, there were heaps of garbage all around. BJP was blaming Sikha Sutradhar led Municipal Board for mismanagement. However, this long drawn battle came to an end today. It is now the turn of the residents of Karimganj to see whether the new Board will discharge their duties and responsibilities properly.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker