Barak UpdatesHappeningsBreaking News
শূন্যে গুলি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার, বদরপুরে ক্ষিপ্ত জনতা, ওসি ক্লোজড
পরিস্থিতি শান্ত, গুজব না ছড়াতে বলল পুলিশ
ওয়েটুবরাক, ২৯ মার্চঃ শূন্যে গুলি চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতারের ঘটনায় বদরপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যারাতের এই ঘটনায় ক্ষিপ্ত জনতা দল বেঁধে থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। ওসি চন্দন গোস্বামীর বিরুদ্ধে স্লোগান তোলে। রাতে অবশ্য গোস্বামীকে ক্লোজড করা হয়েছে৷
পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে ছুরি নিয়ে পুলিশকর্মীদের আক্রমণে উদ্যত হয়। সে সময় তাকে নিরস্ত করে যাতে ধরে আনা যায়, সে জন্য শূন্যে গুলি চালানো হয়। এই কৌশলে তারা অবশ্য সফল হয়। গ্রেফতার করে নিয়ে যান অভিযুক্তকে। কিন্তু রমজান মাসের সন্ধ্যায় গুলির শব্দে বাজারভর্তি মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে মূল বিষয় জেনে তারা ক্ষিপ্ত হন। তাদের কথায়, এটা মোটেও আসামী ধরার কৌশল নয়। যে কোনও নিরীহ মানুষ জখম হতে পারতেন। শয়ে শয়ে মানুষ থানা ঘেরাও করলে উর্ধ্বতন পুলিশ কর্তারা করিমগঞ্জ থেকে ছুটে যান। বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। শেষে ওসি চন্দন গোস্বামীকে শাস্তি প্রদান করার আশ্বাসে তারা থানা থেকে সরে আসেন। রাতে অবশ্য গোস্বামীকে ক্লোজড করে পরিস্থিতি শান্ত করা হয়৷
তবে সামাজিক মাধ্যমে থানা ঘেরাও এবং স্লোগানের প্রচুর ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে নানা ধরনের অনুমানমূলক কথাবার্তা ছড়িয়ে পড়ে। ভয়-ভীতি দেখা দেয়। পুলিশ সুপার সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পরামর্শ দেন। গুজব না ছড়াতে, গুজবে কান না দিতেও সকলের কাছে অনুরোধ রাখেন।