NE UpdatesHappeningsBreaking News
শুধু মাস্ক না পরার জন্যই ৪৮ লক্ষ জরিমানা আদায় রাজ্যে
১৮ জুন : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারপরও একাংশ লোক সরকারের বেঁধে দেওয়া নীতি-নিয়ম লঙ্ঘন করে চলেছে। কিছু লোক মাস্ক পরিধান না করেই রাস্তায় বেরিয়ে পড়ছেন। এদের বিরুদ্ধে সময়ে সময়ে কড়া মনোভাব গ্রহণ করেছে পুলিশ। গত ২৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আসাম পুলিশ প্রকাশ্য স্থানে মাস্ক না পরার জন্য জরিমানা বাবদ প্রায় ৪৮ লক্ষ ৭৮ হাজার ১০০ টাকা আদায় করেছে। এর মধ্যে শুধু গুয়াহাটি থেকেই পুলিশ জরিমানা হিসেবে ১৩ লক্ষ ৯০ হাজার টাকা সংগ্রহ করেছে।
লকডাউন আরম্ভ হওয়ার পর থেকে শুধু মাস্ক না পরার জন্যই নয়, অন্যান্য নীতি-নিয়ম ভঙ্গ করার জন্য পুলিশ সংগ্রহ করেছে ৩ কোটি ৯৪ লক্ষ ৬৯ হাজার ৪৫০ টাকা। তাছাড়া সরকারের বেঁধে দেওয়া নীতি নিয়ম না মানার জন্য ৪৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত সরকার গোটা রাজ্যে ১৭০টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে। এর মধ্যে ১০৫টিই রয়েছে গুয়াহাটিতে। তাছাড়া নিয়ম না মানার জন্য প্রায় ৩৩ হাজার গাড়িও আটক করে পুলিশ।