Barak UpdatesHappeningsBreaking News
শুক্র-শনিবার করিমগঞ্জে দুদিনের মুজতবা আলি সাহিত্য উৎসব
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : করিমগঞ্জে জন্মগ্রহণ করা বরাক উপত্যকার সুসন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলির সাহিত্য চর্চাকে উৎসাহ দিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলনের উদ্যোগে শুক্রবার থেকে করিমগঞ্জে শুরু হচ্ছে দুদিনের ‘মুজতবা আলি সাহিত্য উৎসব ‘ । করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল ভবনে শুক্রবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সন্মেলনের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী।
২০১৩ সাল থেকে বরাকবঙ্গ বরাক উপত্যকা জুড়ে পর্যায়ক্রমে মুজতবা আলি স্মরণ ও সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে। এবছর সন্মেলনের কেন্দ্রীয় সাহিত্য বিভাগের উদ্যোগে ও করিমগঞ্জ জেলা সমিতির ব্যবস্থাপনায় মুজতবা আলি সাহিত্য উৎসব করিমগঞ্জে আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী কার্যক্রমের পর অনুষ্ঠিত হবে মুজতবা আলির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর শনিবার একই মঞ্চে বেলা ১১ টায় ‘ মুজতবা আলির অখন্ড বাঙ্গালী চেতনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট লেখক তপোধীর ভট্টাচার্য । অন্যতম আলোচক হিসাবে থাকবেন লেখক ও ইতিহাস গবেষক বিবেকানন্দ মোহন্ত । সম্মেলনের তরফে মুজতবা আলীর পরিচয় উপস্থাপন করবেন মাশুক আহমেদ । সঞ্চালনায় থাকবেন বিশিষ্ট লেখক-গবেষক সঞ্জীব দেব লস্কর । আলোচনা সভা শেষে মুজতবা আলির নির্বাচিত রচনা পাঠ, মুজতবা আলি সম্পর্কে নির্বাচিত রচনা ও কবিতা পাঠের কর্মসূচি রয়েছে । দুদিনের গোটা অনুষ্ঠানে কবি, গল্পকার ও সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকতে বরাকবঙ্গের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত ও করিমগঞ্জ জেলা সমিতির সম্পাদক নন্দকিশোর বণিক আবেদন জানিয়েছেন।এদিকে, কাল শুক্রবার মুজতবা আলির জন্মদিনে বরাকবঙ্গের কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা সমিতির তত্ত্বাবধানে সংগঠনের আঞ্চলিক সমিতিগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। শিলচরে বঙ্গভবনেও কাল সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মুজতবা আলি শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় মুখ্যবক্তা হিসেবে মুজতবার সাহিত্য নিয়ে আলোচনা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন বরাকবঙ্গের শিলচর শহর সমিতির সম্পাদক সুশান্ত কুমার সেন।