NE UpdatesHappeningsBreaking News
হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা
গুয়াহাটি, ৭ নভেম্বর : অবশেষে গ্রেফতার হলেন জলেশ্বরের কংগ্রেস বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা। মঙ্গলবার রাতে পূর্ব গুয়াহাটি পুলিশ দিসপুরের বিধায়ক আবাস থেকে মোল্লাকে গ্রেফতার করে। হিন্দু ধর্ম সম্পর্কে দুদিন আগে আপত্তিজনক মন্তব্য করেছিলেন কংগ্রেস বিধায়ক আফতাব উদ্দিন। এরপরই এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এদিন এক মামলার ভিত্তিতে পূর্ব গুয়াহাটি পুলিশ অন্য এক কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর আবাস থেকে বিধায়ক মোল্লাকে গ্রেফতার করে।
উল্লেখ্য দুদিন আগে গোয়ালপাড়া জেলার জলেশ্বরে অনুষ্ঠিত কংগ্রেসের এক কর্মীসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিধায়ক মোল্লা। ধর্ষণের ঘটনায় নামঘরীয়া ও মন্দিরের পূজারী প্রমূখ জড়িত থাকেন বলে মন্তব্য করেছিলেন বিধায়ক। প্রকাশ্যে সাম্প্রদায়িক মন্তব্য করে তিনি বলেছিলেন, যেসব স্থানে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানেই নাম ধরিয়া বা মন্দিরের সাধুকে জড়িত থাকতে দেখা যায়। কোনও মুসলমান আলম বা ইমাম এমন কাজ করেন না। যদি করে থাকেন তাহলে তার প্রমাণ দিতে হবে। সমাজে যদি ব্যভিচার বা খারাপ কাজ হয় তাহলে হিন্দু মানুষেরাই করে মুসলমানরা করে না।
বিধায়কের এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর সোমবার এক সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়েছিলেন আফতাব উদ্দিন মোল্লা। কিন্তু ক্ষমা চাওয়ার পরও তিনি রক্ষা পাননি। কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ভেটাপাড়ার দীপক কুমার দাস নামের একজন লোক গুয়াহাটি পূর্ব থানায় মামলা দায়ের করেছিলেন। দিসপুর থানায় দায়ের করা হয়েছিল অন্য একটি মামলা। এরপরই পুলিশ বিধায়ককে গ্রেফতার করে। উল্লেখ্য, আফতাব উদ্দিন মোল্লার এই মন্তব্য নিয়ে সোমবার প্রদেশ বিজেপি মুখপাত্র সুভাষ দত্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।