Barak UpdatesHappeningsBreaking News
অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ে কমিটি কাছাড়ে
২৩ সেপ্টেম্বর: অরুণোদয় প্রকল্পের ফর্ম নিয়ে অভিযোগ, বিক্ষোভ, স্মারকলিপি পেশের পর এ বার হিতাধিকারী বাছাই করার জন্য কাছাড় জেলায় একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে l কাছাড় জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারকে চেয়ারপারসন মনোনীত করা হয়েছে৷ ট্রানসফর্মেশন এন্ড ডেভলপমেন্ট ব্রাঞ্চের সিনিয়র প্ল্যানিং অফিসার এর সদস্যসচিব l কমিটিতে শিলচর, সোনাই , লক্ষ্মীপুর মিউনিসিপালিটি বোর্ডের এক্সিকিউটিভ অফিসাররা এবং কাছাড়ের সকল সার্কেল অফিসার এবং বিডিও সহ সকল পঞ্চায়েত সচিব এবং টাউন ইন্সপেক্টররা সদস্য হিসেবে থাকবেনl
অরুণোদয় প্রকল্পের নির্দেশিকা মতে এই কমিটিকে হিতাধিকারী বাছাই অর্থাৎ স্ক্রুটিনি করতে হবে, বিডিওদেরকে গ্রামীণ এলাকা থেকে সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েত সচিবদের প্রেরিত চেকলিস্ট পরীক্ষা করতে হবে এবং টাউন ইন্সপেক্টরদের ভেরিফিকেশন করা প্রেরিত চেক লিস্ট পুর বোর্ডের এক্সিকিউটিভ অফিসাররা দেখবেন l কোভিড প্রটোকল মেনে কমিটির সদস্যরা শিলচরের জ্যোতি কলাকেন্দ্রটিতে কেন্দ্রীয়ভাবে স্ক্রুটিনি করতে পারবেন l এই স্ক্রুটিনি চলবে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর৷