SportsBreaking News
শিলচর ডিএসএর স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত স্থগিত
ওয়েটুবরাক, ১৭ জুলাই : আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই থেকে প্রাতঃভ্রমণ ও শরীরচর্চার জন্য শিলচর ডিএসএ-র স্টেডিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের সবুজ সঙ্কেত না পাওয়ায় ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে৷ একই কারণে ডিএসএ-র ক্রিকেট অ্যাকাডেমির ১৪-ঊর্ধ্ব বয়েসিদের জন্য প্রশিক্ষণ শুরু করার যে পরিকল্পনা ছিল, তাও স্থগিত রাখা হয়েছে৷
শিলচর ডিএসএর সাধারণ সম্পাদক বিজেন্দ্রপ্রসাদ সিংহ জানান, সকালে তিনি আসাম ক্রিকেট সংস্থার ( এসিএ) সচিব দেবজিৎ শইকিয়ার সঙ্গে স্টেডিয়াম ও অ্যাকাডেমি খোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এসিএ-র পক্ষ থেকে অ্যাকাডেমি খোলার ব্যাপারে তিনি ছাড়পত্র দিলেও পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের মতামত নেওয়ার পরামর্শ দেন। তাঁর এই পরামর্শের ভিত্তিতে বিজেন্দ্রবাবু কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে কথা বলেন। জেলাশাসক জানান, তিনি বিষয়টি নিয়ে দিসপুরের সঙ্গে কথা বলছেন। তাদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্টেডিয়াম খোলা বা অ্যাকাডেমির কোচিং শুরু করার পরিকল্পনা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর পরই জেলাশাসকের পরামর্শ মেনে শিলচর ডিএসএ তার স্টেডিয়াম খোলা বা অ্যাকাডেমি চালু করার পরিকল্পনা স্থগিত রাখে। পরবর্তীতে প্রশাসনের সবুজ সংকেত পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে বিজেন্দ্রবাবু জানান।