Barak UpdatesIndia & World UpdatesHappenings

মেঘালয়ে জাতীয় সড়কে ধস, যান চলাচল বন্ধ
Landslide along Meghalaya National Highway, road closed for vehicles

২৬ জুনঃ বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের লাইফ লাইন ছয় নম্বর জাতীয় সড়কের উপর মেঘালয়ে ফের ধস পড়েছে। এজন্য বরাক উপত্যকার সঙ্গে বহিঃভারতের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সকাল এগারোটা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। মুষলধারা বৃষ্টির দরুন সকাল এগারোটা নাগাদ জাতীয় সড়কের পার্শ্ববর্তী পাহাড় থেকে রাতাছড়া এবং উমকিয়াং এর পার্শ্ববর্তী তিনটি এলাকায় ধস নেমে আসে।

Rananuj

ধস পড়াতে উভয় দিকে কয়েকশ যানবাহন আটকে পড়ে। পাহাড়ি রাজ্যের পূর্ত বিভাগ অনেক কসরত করে জাতীয় সড়কের উপর থেকে মাটি সারাইয়ের কাজে লাগলেও বাদ সাধে মুষলধারা বৃষ্টি। ফলে জাতীয় সড়কটি যান চলাচলের উপযুক্ত করা সম্ভব হচ্ছে না। সকাল থেকে ধসে আটকে পড়ে বিভিন্ন যানের চালক সহ যাত্রীরা নাজেহাল হয়ে পড়েছেন। সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। ধস পতনের সঙ্গে বৃষ্টি চলতে থাকায় পিচ্ছল জাতীয় সড়ক এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে।

June26: A major landslide along the Guwahati-Shillong Road in Meghalaya’s Ri Bhoi district, which occurred yesterday evening around 5.45, again disrupted road communication between the capitals of the two states. The occupant of one vehicle was killed and at least seven other vehicles were entirely buried under the debris due to the landslide. The landslide struck at Umling along the Guwahati-Shillong road. Hundreds of vehicles were stranded on both sides of the road for several hours due to the incident and the traffic police had to divert vehicles coming from Guwahati to 20 Mile to pass through Umduh village road to come back to the national highway.

The vehicles going from Shillong have been diverted from Umling to Umduh and then to 20 Mile to take the national highway. Later, the police said that an alternative route between Guwahati to Shillong via Naarang has been opened for light vehicles. Rescue and restoration work are on since last night and efforts are being made to dig out vehicles from mud and rocks.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker