Barak UpdatesHappeningsBreaking News

শিলচর জেল থেকে পালাল যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুই খুনি

ওয়েটুবরাক, ১১ মে : সিঁধ কেটে শিলচর সেন্ট্রাল জেল থেকে পালিয়েছে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুই আসামী৷ বৃহস্পতিবার সকালে রুটিন হাজিরার সময় ধরা পড়ে, হিফজুর রহমান ও দীপ নুনিয়া অনুপস্থিত৷  খোঁজ নিয়ে দেখা যায়, পাচিলের তলায় সিঁধ কেটে পালিয়েছে এরা৷ বিষয়টি জানাজানি হতেই বরাক উপত্যকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়৷ জেলে ছুটে আসেন জেলাশাসক রোহনকুমার ঝা ও পুলিশ সুপার নোমলকুমার মাহাত্তা৷

Rananuj

পুলিশ সুপার জানান, জেলপালানো বন্দিদের খুঁজে বার করতে সব ধরনের চেষ্টা চলছে৷ কার কী ধরনের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটল, সবকিছু খতিয়ে দেখা যাচ্ছে৷
হিফজুর রহমান ২০১১ সালে করিমগঞ্জ জেলার ভাঙ্গায় ব্যবসায়ীপুত্র নাজ হত্যাকাণ্ডের খুনি৷ ২০ বছর বয়সী কলেজছাত্র নাজ খুন হওয়ায় বরাকের সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছিল৷ হিফজুর এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলে নিরাপত্তাজনিত কারণে তাকে শিলচর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়৷ অন্যদিকে, দীপ নুনিয়া ২০১৮ সালে শিলচরে এক মহিলাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker