Barak UpdatesHappeningsBreaking News
শিলচর অন্নপূর্ণাঘাটে বিপদসীমা অতিক্রম করল বরাক
ওয়ে টু বরাক, ২ জুলাই : ফের বন্যার পদধ্বনি শহর শিলচরে। টানা বৃষ্টিতে দু’দিন ধরেই ফুলেফেঁপে উঠছিল বরাক নদী। মঙ্গলবার সকাল থেকেই কখনও ৫ সেমি আবার কখনও ৭ সেমি করে জল বেড়েছে। সন্ধ্যের দিকেই যে বরাক ভয়াবহ রূপ ধারণ করবে, সে আশঙ্কায় ছিলেন শহরের মানুষ। এ বার সেই আশঙ্কাকে সত্যি করে বিপদসীমা ছাড়াল বরাক।
মঙ্গলবার সন্ধ্যা ৮টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে। এখানে এখন বরাকের জলস্তর দাঁড়িয়েছে ১৯.৮৬ মিটার। সন্ধ্যা ৬টার পর থেকেই বরাকের জলস্তর বেড়েছে ৪ সেমি করে। সন্ধ্যা ৭টায় অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ছিল ১৯.৮২ মিটার। এর আগে সন্ধ্যা ৬টায় ছিল ১৯.৭৮ মিটার।